#কলকাতা:শিশুর শরীরে এইচআইভি সংক্রমণ ঠেকাতে বড়সড় সাফল্য বাংলার ৷ ট্যুইট করে জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিশ্ব এইডস ডে-তে সামনে এল স্বাস্থ্য মন্ত্রকের প্রজেক্টের এই কৃতিত্ব ৷ ‘Prevention of Parent to Child Transmission of HIV’ অর্থাৎ বাবা-মায়ের শরীর থেকে সন্তানের শরীরে এইচআইভি সংক্রমণ যাতে না হয় তার জন্য স্বাস্থ্য মন্ত্রকের প্রচেষ্টায় দেশে সবথেকে বেশি সাফল্য এসেছে পশ্চিমবঙ্গে ৷ National Aids Control Organization অর্থাৎ NACOএর সমীক্ষাতে সামনে এসেছে এই তথ্য ৷
ফের এগিয়ে বাংলা ৷ দেশের মধ্যে HIV সংক্রমণ ঠেকাতেও প্রথম রাজ্য বাংলা ৷ বিনা চিকিৎসায় এইচআইভি আক্রান্ত গর্ভবতীর থেকে তাঁর সন্তানের সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে ৩০-৪০%। HIV positive জানা থাকলে সময়মতো সঠিক চিকিৎসা চললে মা থেকে শিশুর সংক্রমিত হওয়ার আশঙ্কা ১%-এর চেয়েও কম হয়ে যায়। তাই মা থেকে নবজাতকের শরীরে যাতে এই HIV সংক্রমণ না হয় তার জন্য মরিয়া স্বাস্থ্যমন্ত্রক ৷ রাজ্যের এই প্রচেষ্টার ফলে উপকৃত হয়েছেন ১৬.৫ লাখ প্রসূতি ৷ রক্তপরীক্ষায় HIV positive রেজাল্ট পাওয়া গিয়েছে যাদের মধ্যে তাদের জন্যে বিনামূল্য চিকিৎসার ব্যবস্থায় করেছে সরকার বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
This programme provided benefits to 16.5 lakh pregnant women in the State for prevention of transmission of HIV to the newborn. Free treatment was also provided to those found HIV positive #WorldAIDSDay 2/2