হোম /খবর /দেশ /
ছাত্রীদের থেকে জেলা কালেক্টর গল্পোচ্ছলে শুনে নিলেন স্কুলের অনিয়মের গল্প! তার পর?

Balaghat News: ছাত্রীদের থেকে গল্পোচ্ছলে শুনে নিলেন স্কুলের অনিয়মের গল্প! তার পর যা সিদ্ধান্ত নিলেন জেলা কালেক্টর...

ছাত্রীদের থেকে গল্পোচ্ছলে শুনে নিলেন স্কুলের অনিয়মের গল্প! তার পর যা সিদ্ধান্ত নিলেন জেলা কালেক্টর....

ছাত্রীদের থেকে গল্পোচ্ছলে শুনে নিলেন স্কুলের অনিয়মের গল্প! তার পর যা সিদ্ধান্ত নিলেন জেলা কালেক্টর....

সূত্রের খবর, সোমবার বালাঘাট জেলার কালেক্টর গিরীশ কুমার মিশ্র নকশাল অধ্যুষিত এলাকার গ্রামের স্কুল পরিদর্শন করতে যাচ্ছিলেন। সেই সময় পথে তিনি দুই পড়ুয়াকে দেখেন এবং তাদের গাড়িতে তুলে নিয়ে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলেন।

  • Share this:
Report- चितरंजन नेरकर

ভোপাল: স্কুল পরিদর্শনে বেরিয়েছিলেন মধ্যপ্রদেশের বালাঘাট জেলার কালেক্টর। রাস্তায় দেখা হয়েছিল স্কুলেরই দুই খুদে পড়ুয়ার সঙ্গে। তাঁদেরকে গাড়িতে তুলে নিয়ে স্কুলের পথে ফের রওনা হন তিনি। গাড়ির মধ্যেই দুই ছাত্রীর সঙ্গে আলাপচারিতা শুরু করেন কালেক্টর। কিন্তু ওই দুই পড়ুয়ার কথা শুনে রীতিমতো তাজ্জব হয়ে যান তিনি! কিন্তু কী এমন ঘটেছিল?

আসলে ওই দিন ছাত্রীদের কথায় উঠে এসেছিল স্কুলের এবং শিক্ষকদের অনিয়মের বিষয়ই। এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা সামনে আসে। অবিলম্বে স্কুলের প্রধান শিক্ষক এবং আর এক শিক্ষকের বেতনবৃদ্ধি বন্ধ করার নির্দেশ জারি করেন জেলা কালেক্টর।

আরও পড়ুন- এক সময় লিপস্টিক-টিপ ফেরি করতেন; এখন বলিউডে কয়েক কোটি টাকার মালিক এই অভিনেতা!

সূত্রের খবর, সোমবার বালাঘাট জেলার কালেক্টর গিরীশ কুমার মিশ্র নকশাল অধ্যুষিত এলাকার গ্রামের স্কুল পরিদর্শন করতে যাচ্ছিলেন। সেই সময় পথে তিনি দুই পড়ুয়াকে দেখেন এবং তাদের গাড়িতে তুলে নিয়ে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলেন। দুই ছাত্রীর সঙ্গে এমনিই গল্প করতে করতে গিরীশ কুমার জানতে পারেন, স্কুলের শিক্ষকরা প্রতিদিন স্কুলে আসেন না। এমনকী স্কুলের প্রধান শিক্ষক শুধুমাত্র দুই থেকে তিন দিন স্কুলে আসেন। আর তিনি ওই পড়ুয়াদের ইংরাজি এবং হিন্দি পড়ান। তবে প্রধান শিক্ষক স্কুলে না-এলে ওই দুই বিষয় পড়ানো হয় না। এই কথা শুনে রীতিমতো তাজ্জব হয়ে যান গিরীশ কুমার।

আরও পড়ুন- নয়ডা মেট্রোয় মঞ্জুলিকা-আতঙ্ক! জানুন ভাইরাল ভিডিও-র আড়ালে লুকিয়ে থাকা রহস্যটা

শিশুদের সঙ্গে কথা বলার সময় একটি ভিডিও তৈরি করে নিয়েছেন তিনি। যেখানে শিশুদের স্পষ্ট ভাবে বলতে শোনা যাচ্ছে যে, শিক্ষকরা স্কুলে প্রায় আসেনই না। ওই পড়ুয়াদের সঙ্গে কথা বলার পর কালেক্টর গিরীশকুমার স্কুলে পৌঁছে তদন্ত করে দেখেন, তারা সত্যি কথাই বলেছে। সমস্ত কিছু তদন্তের ভিত্তিতেই স্কুলের প্রধান শিক্ষক দিলেশ্বর ওয়াঘমারে এবং প্রাথমিক শিক্ষক ধানসিং ধুরভে-র ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি বন্ধের নির্দেশ দেন কালেক্টর গিরীশ কুমার মিশ্র।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Madhya Pradesh, Viral Video