রাস্তা-ঘাটে প্রেম নয় ! ‘V-Day’-তে যুগলদের আটকাতে রাস্তায় ‘গুন্ডামি’ চালাল বজরং দল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এভাবে বিয়ে না করে রাস্তা-ঘাটে ‘খুল্লমখুল্লা’ প্রেম তারা একেবারেই মানতে নারাজ ৷
#আহমেদাবাদ: ‘ভ্যালেনটাইন্স ডে’, অর্থাৎ প্রেমের দিবস ৷ সেখানে মাঠে-ময়দানে হোক, কিংবা রেস্তোরাঁ-ক্যাফে শপ ৷ প্রেমিক-প্রেমিকাদের হাত ধরে বসে প্রেম করতে দেখতে পাওয়াটাই স্বাভাবিক ৷ কিন্তু এতে তীব্র আপত্তি বজরং দলের ৷ এভাবে বিয়ে না করে রাস্তা-ঘাটে ‘খুল্লমখুল্লা’ প্রেম তারা একেবারেই মানতে নারাজ ৷ আর এর জন্য সব কিছুই করতে রাজী দলের সদস্যরা ৷
আজ, শুক্রবার ভ্যালেনটাইন্স ডে-র দিনেই আহমেদাবাদে ঘটে গেল এক অদ্ভূত ঘটনা ৷ যেখানে কোনও অল্প-বয়সী ‘কাপল’-কে রাস্তায় দেখলেই লাঠি হাতে মারতে আসতে দেখা যায় বজরং দলের সদস্যদের ৷ একটি যুগলের পিছনে বাইক নিয়ে রীতিমতো ধাওয়াও করে দলের ‘গুন্ডা’-রা ৷ সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভয়ে কাঁপছে এলাকার মানুষ ৷
advertisement
Location :
First Published :
February 14, 2020 3:03 PM IST