গঠবন্ধনে ইতি! সমাজবাদী পার্টির সঙ্গে জোট শেষ, জানিয়ে দিলেন মায়াবতী

Last Updated:

মায়াবতীর ট্যুইট, 'লোকসভা ভোটের পর সমাজবাদী পার্টির ব্যবহার আমাকে জোট ভাঙার বিষয়ে ভাবতে বাধ্য করল৷ আমরা দেখলাম, বিএসপি-র সঙ্গে জোট গড়ে বিজেপি-কে হারানো সম্ভব নয়৷ অতএব পার্টির স্বার্থে ও আন্দোলনের স্বার্থে, বিএসপি এ বার সব ছোট-বড় নির্বাচন একাই লড়বে৷' ‌

#লখনৌ: কথা ছিল, জোট থাকবে৷ কিন্তু বিধানসভায় রাজ্যের স্বার্থে একা লড়া হবে৷ যদিও লোকসভায় ভরাডুবির পর থেকেই বুয়া-বাবুয়া গঠবন্ধনে ঠান্ডা লড়াই চলছিল৷ সোমবার কফিনে শেষ পেরেকটি পুঁতলেন 'বুয়া'৷ রবিবার অখিলেশ যাদবের পরিবারকে তুলোধনা করার পর সোমবার বহুজন সমাজ পার্টি সুপ্রিমো ঘোষণা করলেন, আগামী সব নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজ পার্টি৷ সমাজবাদী পার্টির সঙ্গে আর কোনও জোট নেই৷
advertisement
advertisement
মায়াবতীর ট্যুইট, 'লোকসভা ভোটের পর সমাজবাদী পার্টির ব্যবহার আমাকে জোট ভাঙার বিষয়ে ভাবতে বাধ্য করল৷ আমরা দেখলাম, বিএসপি-র সঙ্গে জোট গড়ে বিজেপি-কে হারানো সম্ভব নয়৷ অতএব পার্টির স্বার্থে ও আন্দোলনের স্বার্থে, বিএসপি এ বার সব ছোট-বড় নির্বাচন একাই লড়বে৷' ‌
রবিবার বিএসপি-র জাতীয় কনভেনশনে মায়াবতী অভিযোগ করেন, মুলায়ম সিং যাদব বিজেপি-র দস্তানা পরে তাঁকে তাজ করিডর মামলায় ফাঁসানোর চেষ্টা করছে৷ অ-যাদব ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করছেন বলে অখিলেশের বিরুদ্ধেও তোপ দাগেন মায়াবতী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গঠবন্ধনে ইতি! সমাজবাদী পার্টির সঙ্গে জোট শেষ, জানিয়ে দিলেন মায়াবতী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement