হোম /খবর /দেশ /
চল চল মেরে হাতি! শুঁড় দিয়ে নিজের ছোট্ট ছানাকে হাঁটা শেখাচ্ছে মা হাতি!দেখুন ভিডিও

চল চল মেরে হাতি ! শুঁড় দিয়ে নিজের ছোট্ট ছানাকে হাঁটা শেখাচ্ছে মা হাতি ! ভাইরাল ভিডিও

photo source twitter

photo source twitter

বাচ্চাটি একেবারে ছোট। দিন কয়েক বয়েস হবে তার। মাকে ছেড়ে এদিক ওদিক যেতে চাইছে সে।

  • Last Updated :
  • Share this:

#নয়া দিল্লি: কয়েকদিন আগেই খাবারে বাজি ভরে খাওয়ানো হয়েছিল কেরলের এক হাতিকে। তাঁর পেটে ছিল বাচ্চা। ছয় মাসের গর্ভবতী ছিল ওই মা হাতি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছিল গোটা দেশে। শেষ পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছিল মা হাতি। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রতিবাদের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এবার এক মন ভাল করা ভিডিও সামনে এল। হাতি জঙ্গল তৈরি করে। বলা হয় হাতির বোধ শক্তিও অনেকটা বেশি। নিজের বাচ্চাকে প্রাণ দিয়ে আগলায় হাতি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। মা হাতি তার বাচ্চাকে কিভাবে হাঁটাতে হয় তা শেখাচ্ছে। বাচ্চাটি একেবারে ছোট। দিন কয়েক বয়েস হবে তার। মাকে ছেড়ে এদিক ওদিক যেতে চাইছে সে। শুঁড় দিয়ে সঠিক পথে নিয়ে যাচ্ছে মা হাতি। এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা। এই ভিডিও দেখে আনন্দে ভরে উঠেছে নেটিজেনদের মন।

Published by:Piya Banerjee
First published:

Tags: Baby Elephant, Elephant, Viral Video