Ram Mandir Inauguration: রামলালার প্রাণপ্রতিষ্ঠা, সারাদেশ জুড়ে উৎসব! অকাল দীপাবলি পালন ত্রিপুরাতে
- Published by:Salmali Das
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Ayodhya Ram Mandir Inauguration: ঐতিহাসিক রামমন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার দিনে রামময় হয়ে উঠেছে সারা দেশ। এই দিনটি খুবই ঐতিহাসিক ও স্মরণীয় দিন। প্রায় ৫০০ বছরের প্রতীক্ষার পর এই শুভ দিনটি এসেছে।
ত্রিপুরাঃ ঐতিহাসিক রামমন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার দিনে রামময় হয়ে উঠেছে সারা দেশ। এই দিনটি খুবই ঐতিহাসিক ও স্মরণীয় দিন। প্রায় ৫০০ বছরের প্রতীক্ষার পর এই শুভ দিনটি এসেছে। উত্তরপ্রদেশের পবিত্র ভূমি অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সোমবার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ঐতিহাসিক রাম মন্দিরে রামলালার বিগ্রহের। প্রধানমন্ত্রীও চাইছেন সমস্ত দেশবাসীর কাছে সুশাসন পৌঁছে দিতে। আর প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে রাজ্য সরকারও মানুষের কাছে সুশাসন পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। সকলের কাছে মৌলিক অধিকার পৌঁছে দিতে এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুনঃ রাম মন্দির উদ্বোধনে অমিতাভকে দেখে থমকে দাঁড়ালেন মোদি, সুন্দর মুহূর্তের সাক্ষী গোটা দেশ
অযোধ্যায় পবিত্র রামমন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগরতলার দুর্গাবাড়িতে আয়োজিত রামের পূজা আরতিতে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এই দিন একটি খুবই উল্লেখযোগ্য দিন। দীর্ঘ প্রতীক্ষার পর এদিনটি আমাদের কাছে এসেছে। রামময় হয়ে উঠেছে সারা দেশ। মনে হচ্ছে সারা দেশে আবার রাম রাজত্বের নয়া অধ্যায় শুরু হবে। রাম রাজত্বে সুশাসন ছিল সুবিদিত। রাম রাজত্বের কথা মনে উঠলে সুশাসন মনে পড়ে যায়।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীর কাছে সুশাসন পৌঁছে দেওয়ার দিশা নিয়ে কাজ করছেন। তিনি চাইছেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সার্বিক কল্যাণ। আর প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় মানুষের কাছে সমস্ত ধরণের মৌলিক অধিকার পৌঁছে দেওয়ার অঙ্গিকার নিয়ে কাজ করছে রাজ্যের বর্তমান সরকারও। এজন্য সরকার আন্তরিকভাবে জনকল্যাণ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে রামের পুজো আরতিতে অংশগ্রহণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ দলের বিভিন্ন স্তরের কার্যকর্তাগন।
advertisement
advertisement
এদিকে অযোধ্যায় রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিকে ঘিরে সোমবার সারা দেশে যেন অকাল দীপাবলি শুরু হয়েছে। ধর্মীয় আবেগে উদ্বেলিত হয়েছেন দেশের কোটি কোটি মানুষ। লক্ষ লক্ষ ভক্তের সমাগমে অযোধ্যা যেন আনন্দ নগরী হয়ে উঠেছে। এদিন দুপুর নাগাদ আগরতলার এমবিবি চৌমুহনী এলাকায় আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে রামের পূজা ও শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
advertisement
অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, আজকের দিনটি সারা দেশে অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে অযোধ্যায় রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। লক্ষ লক্ষ ভক্তের আবেগে ভাসছে গোটা দেশ। এই পবিত্র দিনকে ঘিরে গোটা দেশ মেতে উঠেছে অকাল দীপাবলী উৎসবে। সেই আনন্দে সামিল হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যও। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় পুর কর্পোরেটর রত্না দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2024 11:26 AM IST