Ayodhya Verdict: শ্রীরামের জন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে আমি স্বাগত জানাচ্ছি: অমিত শাহ
Last Updated:
ট্যুইটারে তিনি লিখলেন, 'শ্রীরামের জন্মভূমি নিয়ে শীর্ষ আদালত সর্বসম্মতিক্রমে যে রায় দিয়েছে, তাকে আমি স্বাগত জানাচ্ছি৷ সকলের এই রায় মানা উচিত৷'
#নয়াদিল্লি: অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ট্যুইটারে তিনি লিখলেন, 'শ্রীরামের জন্মভূমি নিয়ে শীর্ষ আদালত সর্বসম্মতিক্রমে যে রায় দিয়েছে, তাকে আমি স্বাগত জানাচ্ছি৷ সকলের এই রায় মানা উচিত৷'
श्रीराम जन्मभूमि पर सर्वसम्मति से आये सर्वोच्च न्यायालय के फैसले का मैं स्वागत करता हूँ।
मैं सभी समुदायों और धर्म के लोगों से अपील करता हूँ कि हम इस निर्णय को सहजता से स्वीकारते हुए शांति और सौहार्द से परिपूर्ण ‘एक भारत-श्रेष्ठ भारत’ के अपने संकल्प के प्रति कटिबद्ध रहें। — Amit Shah (@AmitShah) November 9, 2019
advertisement
advertisement
ট্যুইটারে অমিত শাহ লিখলেন, 'আমি সব সম্প্রদায়ের মানুষের কাছে আর্জি জানাচ্ছি, সুপ্রিম কোর্টের রায় স্বীকার করুন৷ শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভারত গড়তে নিজেদের সঙ্কল্পে অটুট থাকুন৷ শ্রীরামের জন্মভূমি নিয়ে এই মামলার আজ চূড়ান্ত সিদ্ধান্ত হল৷ আমি ভারতের বিচারব্যবস্থা ও সব বিচারকদের অভিনন্দন জানাচ্ছি৷'
मुझे पूर्ण विश्वास है कि सर्वोच्च न्यायालय द्वारा दिया गया यह ऐतिहासिक निर्णय अपने आप में एक मील का पत्थर साबित होगा। यह निर्णय भारत की एकता, अखंडता और महान संस्कृति को और बल प्रदान करेगा। — Amit Shah (@AmitShah) November 9, 2019
advertisement
এরপরের ট্যুইটে অমিত শাহ লিখছেন, 'আমার পূর্ণ বিশ্বাস, সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে, তা মাইল স্টোন৷ এই রায় ভারতের একতা, অখণ্ডতা ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে৷'
পাঁচ বিচারপতির সর্বসম্মতিতে অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট ৷ ঐক্যমতের ভিত্তিতে শিয়া সংগঠনের আবেদন খারিজ করে দেয় ৷ আদালতে ধাক্কা খায় নির্মোহী আখড়ার দাবিও ৷ নিমোর্হী আখড়া সেবায়েত নয় বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত ৷একইসঙ্গে রামলালাকে আইনি স্বীকৃতি সুপ্রিম কোর্টের ৷
advertisement
শর্তসাপেক্ষে ২.৭৭ একর বিতর্কিত জমি পাবেন হিন্দুরা ৷ শীর্ষ আদালত রায়ে জানিয়েছে, ওই জমি রামলালারই ৷ একইসঙ্গে কেন্দ্রকে তিন মাসের মধ্যে ওই জমিতে মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠনের সময়সীমা বেঁধে দিল আদালত৷ট্রাস্টের নজরদারিতেই তৈরি হবে রামমন্দির ৷ তবে ট্রাস্টে রাখতে হবে নিমোর্হী আখড়ার প্রতিনিধিদের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2019 1:17 PM IST