Ayodhya Case: অযোধ্যায় জমি বিবাদ মেটাতে মধ্যস্থতাকারীদের আরও সময় দিল সুপ্রিম কোর্ট
Last Updated:
১৫ অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানো হল৷ বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ ইস্যু মেটাতে সুপ্রিমো কোর্টের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছিল মধ্যস্থতাকারী প্যানেল৷
#নয়াদিল্লি: অযোধ্যায় বিতর্কিত জমির বিবাদ মেটাতে মধ্যস্থতাকারী প্যানেলকে আরও সময় দিল সুপ্রিম কোর্ট৷ শুক্রবার অযোধ্য জমি মামলায় শীর্ষ আদালত জানিয়েছে, ১৫ অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানো হল৷ বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ ইস্যু মেটাতে সুপ্রিমো কোর্টের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছিল মধ্যস্থতাকারী প্যানেল৷
প্রধানবিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, বিচারপতি এফএমআই কালিফুল্লার কাছে জমা সেই রিপোর্ট তাঁরা পেয়েছেন৷ রিপোর্টে মধ্যস্থকারী আরও সময়ের আবেদন করেছিল৷ তা ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে৷ শীর্ষ আদালতে মধ্যস্থকারী প্যানেলের আইনজীবী সাংবিধানিক বেঞ্চকে সওয়াল করেন, 'যদি মধ্যস্থকারীরা সমস্যার সমাধানের ব্যাপারে ইতিবাচক হন, তা হলে সময়সীমা বাড়ানো তে কী ক্ষতি? এই সমস্যাটি তো নতুন নয়৷ বছরের পর বছর ধরে চলছে৷ কেন আমরা আরও সময় পাবো না?'
advertisement
A five judge Constitution bench of the Supreme Court starts hearing the #Ayodhya matter. The five-judge bench headed by Chief Justice of India (CJI) Ranjan Gogoi includes Justices SA Bobde, SA Nazeer, Ashok Bhushan and DY Chandrachud. pic.twitter.com/ccEkNeJfVh
— ANI (@ANI) May 10, 2019
advertisement
advertisement
মুসলিম পক্ষ আদালতে জানান, তাঁরা মধ্যস্থতার যে কোনও সম্ভাবনাতেই রাজি৷ সব শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, মধ্যস্থতা কমিটি যে ভাবে এগোচ্ছে, তা তে আদালত সন্তুষ্ট৷ অযোধ্যা মামলায় মধ্যস্থতার প্যানেলের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এফএম খলিফুল্লা। অপর দুই সদস্যের মধ্যে রয়েছেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশংকর ও আইনজীবী শ্রীরাম পাঁচু। ফৈজাবাদে মধ্যস্থতার প্রক্রিয়া চলে। গোপনীয়তা বজায় রেখে মধ্যস্থতার প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। পাশাপাশি মধ্যস্থতা প্রক্রিয়া ইন-ক্যামেরা করারও কথা বলেছিল আদালত। নির্দেশে বলা হয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে প্রথম স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। ৮ সপ্তাহের মধ্যে গোটা মধ্যস্থতা প্রক্রিয়া শেষ করতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2019 12:17 PM IST