সিকিমে ভয়ঙ্কর তুষারধসের কবলে সেনা জওয়ানরা, নিখোঁজ ১
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
উত্তর সিকিমের এই এলাকায় তুষারধস মাঝে মধ্যেই নামে। তবে এদিনের ধসের রূপ ছিল ভয়ঙ্কর।
#সিকিম:গত সপ্তাহে উত্তর সিকিমের নাকু লা সেক্টরে সংঘর্ষে জড়িয়েছিলেন চিন ও ভারতের সেনারা। ভারতীয় সেনা সূত্র জানিয়েছিল, চুক্তি অমান্য করে নাকু লা-র দিকে এগিয়ে আসছিল চিনের বাহিনী। এর ফলে ভারতীয় সেনারা রুখে দাঁড়ায়। কয়েকজন এই লড়াইতে আহতও হন। যদিও পিছু হটে চিনের সেনারা। এরপর থেকেই নাকু লা সেক্টর-সহ উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে টহলদারি শুরু করেছে ভারতীয় বাহিনী। এই টহলদারি বাহিনীরই একটি দল এ দিন তুষারধসের মুখে পড়ে যায়। ভয়ঙ্কর তুষারধসে চাপা পড়ে যায় ভারতীয় সেনারা।
জানা যায় উত্তর সিকিমের এই এলাকায় তুষারধস মাঝে মধ্যেই নামে। তবে এদিনের ধসের রূপ ছিল ভয়ঙ্কর। ওই এলাকায় ১৭ জনের একটি দল পাহারায় ছিল। আচমকা ধস নামায় তলিয়ে যান সকলে। সেনা সুত্রের খবর, একজন জওয়ান ছাড়া বাকিদের উদ্ধার করা হয়েছে। ওই এক জওয়ানের খোঁজ চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2020 9:06 PM IST