'আমাকে দেখিয়ে হস্তমৈথুন শুরু করল অটো ড্রাইভার,' থানায় গিয়ে মহিলা যা যা বললেন
Last Updated:
ক্যাবের জন্য রাস্তায় অপেক্ষারত এক মহিলা৷ সামনে দাঁড়িয়ে একটি অটো৷ মহিলার দিকে বেশ কিছুক্ষণ কু-নজরে তাকিয়ে সে৷
#মুম্বই: ক্যাবের জন্য রাস্তায় অপেক্ষারত এক মহিলা৷ সামনে দাঁড়িয়ে একটি অটো৷ মহিলার দিকে বেশ কিছুক্ষণ কু-নজরে তাকিয়ে সে৷ এরপরই মহিলাকে দেখিয়ে শুরু করল হস্তমৈথুন৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে৷ ঘটনায় ৩২ বছর বয়সি ওই অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত অটোচালকের নাম মহম্মদ শাকিল আব্দুল মেমন৷
ঘটনাটি ঘটে ১ সেপ্টেম্বর রাতে৷ ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন নিউ লিঙ্ক রোডে৷ মহম্মদ শাকিল নামে ওই অটোচালক তাঁকে দেখিয়ে হস্তমৈথুন শুরু করে৷ অটোচালক প্রথমে তাঁকে অটোয় বসতে বলে৷ তিনি গুরুত্ব দেননি৷ এরপরই অটোচালক প্যান্টের চেন নামিয়ে হস্তমৈথুন শুরু করে দেয়৷
সঙ্গে সঙ্গে হস্তমৈথুনরত ওই অটোচালকের ছবি মোবাইলে তুলে নেন মহিলা৷ তারপর সোজা থানায়৷ পুলিশ ওই অটোচালককে গ্রেফতার করেছে৷
advertisement
advertisement
আরও ভিডিও: মহিলাদের হস্তমৈথুন ভালো? কিছু চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও
Location :
First Published :
September 12, 2019 9:34 AM IST