৩ লক্ষের ধার মঞ্জুর হতেই জিতলেন ২৫ কোটির লটারি, তার পর যা করলেন অটোচালক!

Last Updated:

গত ২২ বছর ধরে লটারির টিকিট আসছেন অনুপ। এত দিন কয়েক শত থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জিতেছেন। এ বারও তাঁর কোনও আশাই ছিল না। তাই টিভি খুলে লটারির ফলাফলও দেখছিলেন না।

#তিরুঅনন্তপুরম: ২৫ কোটি জিতলেন কেরলের অটোচালক। ওনাম বাম্পার লটারি। মাত্র এক দিন আগেই ব্যাঙ্ক থেকে ৩ লক্ষ টাকা ধারের আবেদন মঞ্জুর হয়। সেই টাকা দিয়ে তিনি মালয়েশিয়া যাবেন বলে স্থির করেছিলেন। সে দেশে গিয়ে বাবুর্চি হওয়ার শখ তাঁর। কিন্তু তার আগেই ভাগ্য খুলে গেল অনুপের।
শনিবার অনুপ TJ750605 নম্বর টিকিট কিনেছিলেন। তবে এই টিকিটটি তাঁর প্রথম পছন্দ ছিল না। তিনি প্রথমে অন্য একটি টিকিট কিনেছিলেন, তার পর TJ750605 নম্বরের টিকিটটি পছন্দ হয় তাঁর। আর সেই নম্বরই তাঁর ঘরে ২৫ কোটি টাকা নিয়ে আসে। যদিও কর জমা করার পর ১৫ কোটি টাকা হাতে আসবে তাঁর।
advertisement
advertisement
কেবল তা-ই নয়, আরও চমকপ্রদ ঘটনাটি ঘটে এর পর। অনুপ জানালেন, রবিবার ব্যাঙ্ক থেকে তাঁকে লোনের বিষয়ে ফোন করলে তিনি অতি আনন্দের সঙ্গে জানিয়ে দেন, ''আমার আর ধার চাই না। আমি মালয়েশিয়াও যাচ্ছি না।'' এখন যে তিনি ২৫ কোটির মালিক, ৩ লক্ষ টাকার ব্যাঙ্ক লোন নিয়ে তিনি কীই বা করবেন।
advertisement
গত ২২ বছর ধরে লটারির টিকিট আসছেন অনুপ। এত দিন কয়েক শত থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জিতেছেন। এ বারও তাঁর কোনও আশাই ছিল না। তাই টিভি খুলে লটারির ফলাফলও দেখছিলেন না। কিন্তু ফোনে ফলাফল চলে আসে। মেসেজটি দেখে বিশ্বাস করতে পারছিলেন না অনুপ। স্ত্রীকে দেখান সেই মেসেজ। স্ত্রী মিলিয়ে দেখে বলেন, হ্যাঁ সেই নম্বরটিই এ বার জিতেছে। তাতেও ভরসা হচ্ছিল না অনুপের। এক লটারি বিক্রেতাকে ডেকে এনে মেসেজ দেখিয়ে নিশ্চিত হন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৩ লক্ষের ধার মঞ্জুর হতেই জিতলেন ২৫ কোটির লটারি, তার পর যা করলেন অটোচালক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement