মনোযোগ আকর্ষণের জন্য আত্মহত্যা করা একটি অপরাধ, জানাল মাদ্রাজ হাই কোর্ট

Last Updated:
#চেন্নাই: ভারতীয় দন্ডবিধি অনুযায়ী আত্মহত্যার চেষ্টা একটি অপরাধ-সোমবার এই রায় দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট । কিছু মানুষ শুধুমাত্র মনোযোগ আকর্ষণের জন্য আত্মহত্যা করার চেষ্টা করে থাকেন ও সেটি নিন্দনীয় , জানিয়েছে হাই কোর্ট ।
মামলার সূত্রপাত জি রাজকুমার ভেলাকান্নি নামক এক ব্যক্তির জমি বিবাদ থেকেই । তাঁর জমিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন ভেলাকান্নি । সেই চেষ্টা সফল হয়নি । এরপরই আদালতে যান তিনি ।
ভেল্লিকরন জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর সেলেও এই বিষয়ে সাহায্য চেয়েছিলেন কিন্তু সেখানেও কোনও প্রতিক্রিয়া না পাওয়ায় তিনি সচিবালয়ে যান । কিন্তু সেখানেও তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি । এরপরই হতোদ্যম হয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি ।
advertisement
advertisement
শুনানি চলাকালীন বিচারপতি কিরুবকারন ও বিচারপতি কৃষ্ণন রামস্বামী প্রশ্ন তোলেন যে ভেলাকান্নির বিরুদ্ধে আত্মহত্যার প্রচেষ্টা জনিত অভিযোগ দায়ের হয়েছে কি না । বিচারপতিরা আরও জানিয়েছেন এই ধরণের প্রচেষ্টা জনস্বার্থের বিরুদ্ধে যায় ও জনমানসেও এর নেতিবাচক প্রভাব পড়ে । সাধারণ মানুষের জন্য আদালত সর্বদাই প্রস্তুত কিন্তু তার জন্য আত্মঘাতী হওয়ার চেষ্টা করা বা নিজের ক্ষতি করার চেষ্টা করা কোনওভাবেই কাম্য নয় ।
advertisement
মনোযোগ আকর্ষণ করতে গিয়ে ভেল্লিকরনর এই প্রচেষ্টাকে তাঁরা বিপজ্জনক বলেও আখ্যা দিয়েছেন ।
বাংলা খবর/ খবর/দেশ/
মনোযোগ আকর্ষণের জন্য আত্মহত্যা করা একটি অপরাধ, জানাল মাদ্রাজ হাই কোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement