‘দিল্লি হিংসায় ধৃত ২৬৪৭ জন, কাউকে রেয়াত করা হবে না’, সংসদে দিল্লি পুলিশের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহের হুঙ্কার

Last Updated:

সংসদে দাঁড়িয়ে এভাবেই দিল্লি পুলিশের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিরোধীদের অভিযোগ নস্যাৎ। দিল্লি হিংসা নিয়ন্ত্রণে সফল পুলিশ, দরাজ সার্টিফিকেট অমিত শাহের ৷

#নয়াদিল্লি: ঠান্ডা মাথায় ষড়যন্ত্রের ফল দিল্লি হিংসা ৷ ৩৬ ঘণ্টা ধরে রণক্ষেত্র দিল্লি ৷ দুষ্কৃতি বাহিনীর তাণ্ডবে স্তব্ধ জনজীবন ৷মৃত্যু হয় ৫২ জনের ৷ রাজধানীর রাস্তার দিল্লি পুলিশের হিংসা রোখার সাহসী ও কঠোর পদক্ষেপে শীঘ্রই নিয়ন্ত্রিত হয় পরিস্থিতি ৷ দোষীদের চিহ্নিত করে ইতিমধ্যেই পুলিশ ২৬৪৭ জনকে অ্যারেস্ট করেছে ৷ কাউকে রেয়াত করা হবে না ৷ সংসদে দাঁড়িয়ে এভাবেই দিল্লি পুলিশের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিরোধীদের অভিযোগ নস্যাৎ। দিল্লি হিংসা নিয়ন্ত্রণে সফল পুলিশ, দরাজ সার্টিফিকেট অমিত শাহের ৷ বলেন, ‘মাত্র বারোটি থানায় হিংসা হলেও ছড়ায়নি অশান্তি। ছত্রিশঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত। সংসদে দাঁড়িয়ে দিল্লি পুলিশকে ক্লিনচিট অমিত শাহের।’ একইসঙ্গে দিল্লি হিংসায় বিরোধীদের উস্কানি দেওয়ার অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ অমিত শাহের বক্তব্যের মাঝেই লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস ৷
গুণে গুণে বিরোধীদের অভিযোগ মনে করানো। গুনে গুণে অভিযোগের জবাব। লোকসভায় দাঁড়িয়ে নরমে - গরমে বার্তা অমিত শাহের। এদিন সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, দিল্লি হিংসার পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। উত্তরপ্রদেশ থেকে ঢুকেছিল ৩০০ দুষ্কৃতী। টাকা ছড়িয়ে হিংসায় মদত। ১১০০ দুষ্কৃতী সনাক্ত। দিল্লি হিংসায় একজনকেও ছাড়া হবে না। লোকসভায় দাঁড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি আরও বলেন, ‘বৈজ্ঞানিক পদ্ধতিতে হিংসার তদন্ত ৷ দুষ্কৃতীদের খুঁজতে ফেস আইডেন্টিফিকেশন ৷ দিল্লি হিংসায় আজ পর্যন্ত ৭০০ FIR হয়েছে ৷ দিল্লিতে ৬০০ শান্তি বৈঠক হয়েছে ৷ দিল্লি হিংসায় আজ পর্যন্ত ২৬৪৭ ধৃত ৷ উত্তরপ্রদেশ থেকে এসেছিল ৩০০ দুষ্কৃতী ৷ দিল্লি হিংসায় ষড়যন্ত্রের মামলা দায়ের ৷ ষড়যন্ত্র করতে ব্যবহার করা হয়েছে সোশাল মিডিয়া ৷ ৬০টি সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে ৷ ২২ তারিখ সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টগুলি শুধু হিংসা ছড়ানোর উদ্দেশ্যেই খোলা হয়েছিল ৷ ২৬ ফেব্রুয়ারি বন্ধ হয় অ্যাকাউন্টগুলি ৷ অ্যাকাউন্ট বন্ধ করে পার পাবেন না দোষীরা৷ ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবেই ৷’
advertisement
অমিত শাহের কাছে কেন সফল দিল্লি পুলিশ? তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিকুল পরিস্থিতির কথা টেনে আনেন অমিত শাহ। বলেন, পুলিশকে অনেক প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে হয়। উত্তর-পূর্ব দিল্লির ঘিঞ্জি এলাকায় সংঘর্ষ হয়। পুলিশ, দমকলের পক্ষে পৌঁছনো সম্ভব ছিল না। সেই পরিস্থিতিতে কাজ করতে হয়। দিল্লিতে ১ কোটি ৭০ লক্ষ জনসংখ্যা। ২০ লক্ষের বসতির  মধ্যেই সংঘর্ষ আটকে রাখতে সফল পুলিশ ৷’ ৩৬ ঘণ্টার মধ্যে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাটাও বড় সাফল্য বলে দাবি অমিত শাহের।
advertisement
advertisement
দিল্লি হিংসায় আইএস যোগের অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ দিল্লি হিংসার আলোচনার জবাবি ভাষণে বিরোধীদের নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব, ‘আইএসের সঙ্গে যুক্ত ২ ব্যক্তি ধৃত ৷ ধৃতদের জেরা করছে দিল্লি পুলিশ ৷’
দিল্লিতে সংঘর্ষের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। নিজের ভূমিকা নিয়ে অমিতের সাফাই, ‘আমাদের লক্ষ্য ছিল শান্তি ফেরানো ৷ ট্রাম্পের কর্মসূচি নির্ধারিত ছিল ৷
advertisement
তাই আমি ওখানে উপস্থিত ছিলাম ৷ আমি তাজমহলে যাইনি ৷ দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখি ৷ হিংসা পরিস্থিতি পর্যবেক্ষণে বৈঠক করি ৷ ডোভালের সঙ্গে নিয়মিত বৈঠক চলে ৷ আমার নির্দেশেই উপদ্রুত এলাকায় যান ডোভাল ৷’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘দিল্লি হিংসায় ধৃত ২৬৪৭ জন, কাউকে রেয়াত করা হবে না’, সংসদে দিল্লি পুলিশের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহের হুঙ্কার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement