#আগরতলা: বাংলা দখল করে এবার ত্রিপুরাতে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিজেপি শাসিত ত্রিপুরায় নতুনভাবে সংগঠন গড়ে তোলায় মন দিয়েছে এ রাজ্যের শাসক দল। তাতে সাফল্যও মিলছে বিস্তর। এই পরিস্থিতিতে নিত্যদিন তাঁদের উপর বিজেপি হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছেন তৃণমূল নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা থেকে যার সূত্রপাত, একের পর এক রক্তাক্ত হামলাতেও তার শেষ হয়নি এখনও। এই পরিস্থিতিতে এবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ উঠল। অভিযোগের তির শাসক দল বিজেপির দিকে।
আরও পড়ুন: ত্রিপুরাতে তৃণমূলের বিরুদ্ধে BJP-র অস্ত্র 'পাচার'! গ্রেফতারের হুঁশিয়ারি বিপ্লব দেবের
প্রসঙ্গত এক সময়ের বাম দুর্গ ত্রিপুরা এখন বিজেপির দখলে। রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বিপ্লব দেব। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ত্রিপুরায় সংগঠন সাজাতে ইতিমধ্যেই কোমর বেধে নেমেছে তৃণমূল। আর তাতেই তৈরি হচ্ছে ভয়াবহ সংঘাত। আই প্যাকের সদস্য থেকে শুরু করে বাংলা থেকে যাওয়া তৃণমূল নেতারা বার বার আক্রান্ত হয়েছেন ত্রিপুরায়। বিপ্লব দেবের জমানায় ত্রিপুরার মাটিতে তৃণমূলের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়েও মুখ খুলেছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএমের মানিক সরকার। তৃণমূলের প্রতি অন্তত এই ইস্য়ুতে সহানুভূতিশীল ছিলেন তিনি।
তৃণমূল প্রসঙ্গে মানিক সরকারের উপলব্ধি ছিল, ‘হয়তো আগেরবার ওরা ভালো ফল করতে পারেনি। কিন্তু তা বলে তৃণমূল এখানে কখনও বাধাপ্রাপ্ত হয়নি। ত্রিপুরায় বিজেপি এই কাণ্ডকারখানা করে ত্রিপুরার মানুষকেই অসম্মানিত করছে।’ একইসঙ্গে তাঁর সংযোজন ছিল, 'তৃণমূল এখানে সংগঠন বিস্তার করতে চাইছে। এটা নতুন কোন বিষয় নয়। আগেও তৃণমূল ঘুরে ফিরে ত্রিপুরায় এসেছে। কোনও রাজনৈতিক দলের উদ্যোগকেই বাধা দেওয়া যায় না। এবার যে ঘটনা ঘটছে, তাতে আমি লজ্জিত বোধ করছিলাম। কারণ আমি ত্রিপুরায় বাস করি। এটা হতে পারি না।' তৃণমূলের উপর হামলার পরিপ্রক্ষিতে নিজের সহানুভূতি ব্যক্ত করার কয়েকদিনের মধ্যেই এবার নিজের জায়গাতেই আক্রান্ত হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tripura Politics