ফের বিস্ফোরণ পাঠানকোটে !
Last Updated:
জঙ্গি হামলার ১২ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার সাতসকালে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে। এনএসজি-র তল্লাশি চালাকালীনই এদিন জঙ্গিরা হামলা চালায় বলে সেনাসূত্রে খবর ৷ বিস্ফোরণে জখম হয়েছেন এক জওয়ান ৷
#পাঠানকোট: জঙ্গি হামলার পর একদিন কাটতে না কাটতেই রবিবার সাতসকালে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে। এনএসজি-র তল্লাশি চালাকালীনই এদিন জঙ্গিরা হামলা চালায় বলে সেনাসূত্রে খবর ৷ বিস্ফোরণে জখম হয়েছেন এক জওয়ান ৷ ঘটনার পরেই পাঠানকোট এয়ারবেসের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ ঘটনাস্থলে পাঠানো হয়েছে ২০০ জন এনএসজি কম্যান্ডো ৷ জোর কদমে তল্লাশি শুরু করেছে এনএসজি ও পঞ্জাব পুলিশ। হেলিকপ্টারেও গোটা এলাকায় নজরদারি চালানো হচ্ছে ৷ কোথাও কোনও জঙ্গি রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে যৌথবাহিনী। শনিবার ১৬ ঘণ্টার লড়াইয়ের পর চার জঙ্গিকে খতম করে এনএসজি। রাতভর চিরুনি তল্লাশি চালানো হয় বায়ুসেনা ঘাঁটি এবং সংলগ্ন এলাকায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2016 10:29 AM IST