ব‍্যাঙ্ক ধর্মঘটের জেরে দেশজুড়ে ATM বন্ধ, ফের নোট ভোগান্তির আশঙ্কা

File Photo

File Photo

মাসের শেষ দু'দিন দেশ জুড়ে ব‍্যাঙ্ক ধর্মঘট। বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের এটিএমও। এতে চরম ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষ।

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: মাসের শেষ দু'দিন দেশ জুড়ে ব‍্যাঙ্ক ধর্মঘট। বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের এটিএমও। এতে চরম ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষ। একে একত্রিশে মাস। তার উপর ব‍্যাঙ্ক ধর্মঘটের জেরে মাসের শেষে বেতনটাও যদি না পড়ে তা হলে তো একেবারে সর্বনাশ।

    আরও পড়ুন: সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২০১৯-এর শুরুতেই রাজ্যে ষষ্ঠ পে কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা

    বুধ ও বৃহস্পতিবার দেশ জুড়ে ব‍্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব‍্যাঙ্ক ইউনিয়নসের আওতায় থাকা কর্মী ও অফিসারদের ৯টি সংগঠন।

    আরও পড়ুন: রাজ্যে আগাম বর্ষা, জানিয়ে দিল আবহাওয়া দফতর

    UFBU -এ দাবি, পশ্চিমবঙ্গে প্রায় ৯ হাজার ৮০০টি রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের শাখা ধর্মঘটে সামিল হবে ৷ বন্ধ থাকবে এই সমস্ত রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের প্রায় ২১ হাজার এটিএম ৷

    কয়েককটি বেসরকারি ব‍্যাঙ্ক ও তাদের এটিএমও মাসের শেষ দুদিন বন্ধ থাকতে পারে। এতে মাথায় হাত সাধারণ মানুষের। অনেকেই ভাবছেন, মাসের শেষে এবার বেতন বা পেনশন তুলবেন কীভাবে?

    আরও পড়ুন: দাদার সঙ্গে মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন শিশু

    মাসের শেষে ব‍্যাঙ্ক-এটিএম বন্ধ থাকবে জেনে অনেকে আবার আগেভাগেই টাকা তুলে ফেলছেন

    মাসের শেষ অনেকের অ‍্যাকাউন্টই শুকিয়ে কাঠ। বেতন ঢুকে ভেজানোর কথা ছিল। কিন্তু, মাঝে এখন কাঁটা, ধর্মঘট।

    First published:

    Tags: ATMs, Bank Strike, Currency