১৪ মিনিট যোগযোগ বিচ্ছিন্ন বিদেশমন্ত্রীর বিমান, অল্পের জন্য রেহাই বড়সড় দুর্ঘটনার হাত থেকে

Last Updated:

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ বিদেশমন্ত্রী এই মুহূর্তে মরিশাস ও দক্ষিণ আফ্রিকা সফরে আছেন ৷ শনিবার মরিশাসে যাওয়ার সময়ে তাঁর বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্টোল বা এটিসির প্রায় ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ৷

#মরিশাস: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ বিদেশমন্ত্রী এই মুহূর্তে মরিশাস ও দক্ষিণ আফ্রিকা সফরে আছেন ৷ শনিবার মরিশাসে যাওয়ার সময়ে তাঁর বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্টোল বা এটিসির প্রায় ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ৷ তবে এটিসির পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িক ঘটনা ঘটলেও দ্রুত মন্ত্রীর বিমানের সঙ্গে পুনরায় যোগাযোগ সম্ভব হয়েছে ৷
ছবি সৌজন্যে ট্যুইটার ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
advertisement
এয়ারপোর্ট অথোরিটির পক্ষ থেকে জানানো হয়েছে ৩০ মিনিট যদি যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেই হাই অ্যালার্ট জারি করা হয় সাধারণত কিন্তু ভিভিআইপির ক্ষেত্রে ১৪ মিনিটেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ দেখার বিষয় পাইলট মরিশাসে থাকা সত্ত্বেও কী ভাবে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সেটাই আশ্চর্যের ৷
advertisement
ছবি সৌজন্যে ট্যুইটার ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷
বিমান নম্বর আইএফসি ৩১ বিমানে ছিলেন মন্ত্রী ৷ তবে বিদেশমন্ত্রক সূত্রে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ প্রতিটি বিমানে বিশেষ সাংকেতিক চিহ্ন থাকে যার সঙ্গে বিমানের যোগাযোগ রাখার কাজটি করে থাকে ৷ অ্যালার্মের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে তারপরেই সংযোগ স্থাপিত হয়েছে মন্ত্রীর বিমানের সঙ্গে ৷
advertisement
এটিসির তরফ থেকে জানানো হয়েছে এমন কোন হয়েছে তাঁরা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
১৪ মিনিট যোগযোগ বিচ্ছিন্ন বিদেশমন্ত্রীর বিমান, অল্পের জন্য রেহাই বড়সড় দুর্ঘটনার হাত থেকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement