Cyclone Remal in Mizoram: মিজোরামে রিমলের তাণ্ডবে মৃতের সংখ্যা কমপক্ষে ২৮, আরও বাড়তে পারে, চলছে উদ্ধারকাজ

Last Updated:

Cyclone Remal in Mizoram: ভূমিধস এবং রিমলের তাণ্ডবে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে মিজোরামে। শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই ২৮ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।  

মিজোরামে মৃতের সংখ্যা কমপক্ষে ২৮।
মিজোরামে মৃতের সংখ্যা কমপক্ষে ২৮।
আইজল: ভূমিধস এবং রিমলের তাণ্ডবে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে মিজোরামে। শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই ২৮ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রবিবার রাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝে সুন্দরবনে ল্যান্ডফল করে রিমল, তারপরে ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে ক্রমশ উত্তরপূর্বে অগ্রসর হয় রিমল, ধ্বংসলীলা চালায় উত্তরপূর্ব ভারতে। উত্তরপূর্ব ভারতে টানা বৃষ্টির জন্য বিপর্যস্ত হয়ে পড়ে দৈনন্দিন জনজীবন। মিজোরামে ধস নেমে ঘটনাস্থলেই মৃত্যু হয় বহু মানুষের, চাপাও পড়ে যান অনেকে। তারপরেই বিপুল বৃষ্টিতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে যায়, উদ্ধারকাজও ব্যাহত হয়।
advertisement
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও মিজোরাম জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত আইজলের মেলথাম এলাকায় ধস নেমে অন্তত ২৪ জন কর্মী চাপা পড়েন, সেই খানে এখনও পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ধসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল, আধা সামরিক বাহিনী-সহ স্থানীয়রা।
advertisement
রিমলের জেরে ঘটে যাওয়া এই বিপর্যয় মোকাবিলার জন্য ১৫ কোটি টাকার তহবিলের ঘোষণা করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। শুধু তাই নয়, রেমালের জেরে ভেঙে পড়েছে প্রায় ১৫০টি বাড়ি। আইজলের ডেপুটি কমিশনার জানিয়েছেন ৫০টিরও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Remal in Mizoram: মিজোরামে রিমলের তাণ্ডবে মৃতের সংখ্যা কমপক্ষে ২৮, আরও বাড়তে পারে, চলছে উদ্ধারকাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement