PM Narendra Modi G-7 Speech: 'এক বিশ্ব এক স্বাস্থ্য', মহামারী রুখতে বিশ্বব্যাপী ঐক্যের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Last Updated:

সম্মেলনে তিনি 'এক বিশ্ব এক স্বাস্থ্য' (One earth One health) কথাটি উল্লেখ করেন। এছাড়াও করোনা ভ্যাকসিনের বিষয়টিও উঠে আসে তাঁর বক্তব্যে৷

#নয়াদিল্লি: G-7 শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। করোনার সময়কালে (PM discusses Corona and Health related issues at G-7 Summit in Corona times) প্রধানমন্ত্রীর বক্তব্যে স্বাস্থ্য (Health Issue) ছিল মূল বিষয়ে । সম্মেলনে তিনি 'এক বিশ্ব এক স্বাস্থ্য' (One earth One health in G-7 summit) কথাটি উল্লেখ করেন। এছাড়াও করোনা ভ্যাকসিনের বিষয়টিও উঠে আসে তাঁর বক্তব্যে৷ এই বারের সম্মেলনটি ব্রিটেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল এবং ভারতকে এই সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়৷ করোনার মহামারীর কারণে ভার্চুয়াল ভাবেই এই সম্মেলনে অংশ নেওয়ার কথা জানায় নয়াদিল্লি৷
সম্মেলনে ভাষণ দেওয়ার পর, প্রধানমন্ত্রী ট্যুইট করে ধন্যবাদ জানান সব দেশকে যারা করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় সাহায্যের জন্য এগিয়ে আসে। তিনি জানিয়েছেন যে, ভারত ভবিষ্যতে এ ধরণের মহামারী মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টাকে সমর্থন করে। এই মর্মেই চিনি ফের বলেন 'এক পৃথিবী, একটি স্বাস্থ্য'।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে মহামারী রোধে বিশ্ব ঐক্য প্রয়োজন (Unity in Pandemic)। তিনি ভারতে ভ্যাকসিন পরিচালনা (Vaccine drive) ও যোগাযোগের ক্ষেত্রে ডিজিটাল সরঞ্জামগুলির সফল ব্যবহারের কথাও উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিশ্বব্যাপী স্বাস্থ্যের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টাকে সমর্থনও করেছিলেন। প্রধানমন্ত্রী ডব্লিউটিওতে (WTO) ভ্যাকসিন পেটেন্টস ছাড়ের জন্য জি--এর সমর্থন চেয়েছেন তিনি। অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশগুলি এটি সমর্থন করেছিল। ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলির (Vaccine Raw materials) সরবরাহ আরও সুবিধাজনক করার উপর আরও জোর দিয়েছেন৷
advertisement
advertisement
advertisement
মোদির বক্তব্যের সমর্থন করেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল (German Chancellor Angela Merkel)৷ জি-7 সম্মেলনে ফ্রান্সের রাষ্ট্রপতি ভারতকে ভ্যাকসিনের কাঁচামাল সরবরাহের জন্য আবেদন করেন।
এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে ডিজিটাল মাধ্যমের মাধ্যমে অংশ নিয়েছিলেন। ব্রিটেন এই শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করছে৷ ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে G-7 সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। G-7 এর মধ্যে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য রয়েছে।
advertisement
প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো G-7 অংশ নিয়েছেন। ২০১৯ সালে, ফ্রান্সের সভাপতিত্বে জি -৭ শীর্ষ সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী এই সম্মেলনের "জলবায়ু, জীববৈচিত্র্য এবং মহাসাগর এবং ডিজিটাল রূপান্তর" সম্পর্কিত অধিবেশনগুলিতে অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের মূল বিষয়টি "উন্নত পুনর্নির্মাণ"৷
গত মাসে বিদেশমন্ত্রকের পক্ষে থেকে জানিয়ে দেওয়া হয় যে, দেশের করোনভাইরাস বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জি-৭ সম্মেলনে অংশ নিতে ব্রিটেন যেতে পারবেন না মোদি। গত মাসে জি-৭ বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লন্ডন সফর করেছিলেন। তবে ভারতীয় প্রতিনিধি দলের দু'জন সদস্য কোভিড -১৯ সংক্রমিত হওয়ার পরে তিনি নিজেও সম্মেলনে অংশ নিতে পারেননি। তিনি ডিজিটাল মাধ্যমে কনফারেন্সে অংশ নিয়েছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi G-7 Speech: 'এক বিশ্ব এক স্বাস্থ্য', মহামারী রুখতে বিশ্বব্যাপী ঐক্যের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement