Assembly Elections Result 2023: কমল নাথের রাজনৈতিক কেরিয়ার শেষ? এ বারের ভোটের ফল দাড়ি টেনে দেবে দীর্ঘ রাজনীতির জীবনে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Assembly Elections Result 2023:২৩০টির ট্রেন্ড এসে যাওয়ার পর দেখা গিয়েছে, সেখানে ১৫০টি আসনে এগিয়ে আছে বিজেপি, ন’টি আসনে জিতেও গিয়েছে৷
ভোপাল: রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটাই ছিল তাঁর শেষ সুযোগ৷ এ বারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পর্যুদস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই হয়ত কংগ্রেসের এই ৭৭ বছরের বর্ষীয়াণ নেতার রাজনৈতিক কেরিয়ারেও দাড়ি পড়ে যেতে পারে, অন্তত পরিস্থিতি সেই দিকেই ইঙ্গিত করছেন৷ এ বারের ভোটের প্রচারেও কমলনাথ বলেছিলেন, তাঁকে এ বারে সে রাজ্যের মুখ্যমন্ত্রী করতে৷ কিন্তু সেই ডাকে সাড়া দিল না মধ্যপ্রদেশের জনগন৷ তাতেই হয়ত কংগ্রেসের অন্দরেও তাঁর গুরুত্ব কার্যত হারিয়ে গেল৷
আরও পড়ুন – সিংহাসনের সেমিফাইনালে জয়জয়কার বিজেপির, ৩ রাজ্যে এগিয়ে বিজেপি, ১ রাজ্যে কংগ্রেস
মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিপুল পরাজয়ের মুখে পড়েছে কংগ্রেস৷ ২৩০টির ট্রেন্ড এসে যাওয়ার পর দেখা গিয়েছে, সেখানে ১৫০টি আসনে এগিয়ে আছে বিজেপি, ন’টি আসনে জিতেও গিয়েছে৷ উল্টোদিকে মাত্র ৬৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, তিনটিতে জয় পেয়েছে৷ অন্যরা এগিয়ে রয়েছে দু’টি আসনে৷ স্বাভাবিক কারণে বলা চলে, কংগ্রেসকে উড়িয়ে দিয়ে সে রাজ্যে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির৷ এই বিপুল হারের দায় নিয়ে কী সরে যাবেন কমল নাথ? এখন প্রশ্ন সেদিকেই৷
advertisement
advertisement
গত বছরই কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন চলছিল৷ তখন আলোচনা উঠেছিল, কমল নাথ হয়ত সভাপতি পদের দৌড়ে থাকবেন৷ কিন্তু প্রকাশ্যে সে জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি৷ তখন বলেছিলেন, তাঁর একমাত্র লক্ষ্যবস্তু মধ্যপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি৷ তিনি বলেছিলেন, ক্ষমতায় এলে মহিলাদের মাসে দেড় হাজার টাকা ভাতা দেবেন তিনি, পাশাপাশি, তিনি ক্ষমতায় এলে গ্যাসের সিলিন্ডার তিনি পৌঁছে দেবেন ৫০০ টাকায়৷ কিন্তু সেই প্রতিশ্রুতিতেও বিশেষ কাজ হল না নির্বাচনে৷
advertisement
তাঁর শরীর ভাল নয়, এমন একটা গুজব রটেছিল, কিন্তু সে কথা উড়িয়ে দিয়েছিলেন তিনি৷ বরং মধ্যপ্রদেশের যুদ্ধে নতুন করে লড়তে চেয়েছিলেন৷ গতবারের নির্বাচনে জয় পেয়েও সরকার হাতছাড়া হয়েছিল কংগ্রেসের৷ তাঁর দলের অন্যতম সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে৷ তার পর ভোটের মুখে ‘লেডি বেহেনাস’ প্রকল্প শুরু করেছিলেন শিবরাজ সিং চৌহান৷ কমলনাথ বলেছিলেন, ভোটের ১৮ মাস আগে শুরু হওয়া এই প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছবে না৷ কিন্তু শেষ পর্যন্ত সেই ধারণা সঠিক হল না, বরং চৌহানেই আস্থা রাখলেন মধ্যপ্রদেশের মানুষেরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2023 2:34 PM IST