Narendra Modi: আরও ৫ বছরের জন্য ‘ফ্রি’ রেশন! ছত্তীসগড়ে মোদির ঘোষণা কমিশনে তৃণমূল সাংসদ

Last Updated:

সাকেতের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রী এই ধরনের প্রকল্পের কথা এই সময় ঘোষণা করতে পারেন না, কারণ, এগুলো ভোটারদের প্রভাবিত করতে পারে৷

নয়াদিল্লি: আগামী ৭ নভেম্বর ছত্তীসগড়ে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ৷ আজই শেষ নির্বাচনী প্রচার৷ অবশ্য, গত শনিবারই ছত্তীসগড়ের দুর্গে প্রচার সেরেছেন প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর এদিনের একটি বড় ঘোষণাই এবার রাজনৈতিক মহলে তৈরি করেছে জল্পনা৷ ছত্তীরসড়ে নির্বাচনী প্রচারে গিয়ে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছরের জন্য বাড়ানোর কথা ঘোষণা করেছেন মোদি৷ কিন্তু, নির্বাচনী প্রচারে এমন কথা আদৌ ঘোষণা করা যায় কি না, এবার তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা৷ নরেন্দ্র মোদির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷
শনিবার ছত্তীসগড়ের দুর্গে একটি প্রচার সভায় বক্ৃতা করেন মোদি৷ সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’’
মোদির এই কথা ঘিরেই তৈরি হয়েছে ‘বিতর্ক’৷ এদিন নিজের X হ্যান্ডেলে সাকেত লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ঘোষণা করেছেন, বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ আরও ৫ বছর বাড়াবে কেন্দ্রীয় সরকা৷ এই ধরনের সরকারি সিদ্ধান্ত যে কোনও সময় ঘোষণা করা যায়৷ কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কথা ঘোষণা করার জন্য, ভোটমুখী ছত্তীসগড়ের দুর্গকেই বেছে নিলেন৷’
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার ট্রামে চড়ে মিষ্টি বিতরণ করলেন চন্দ্রিমারা, কিন্তু কেন হঠাৎ এই উদ্যোগ?
সাকেতের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রী এই ধরনের প্রকল্পের কথা এই সময় ঘোষণা করতে পারেন না, কারণ, এগুলো ভোটারদের প্রভাবিত করতে পারে৷
এরপরেই জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর অভিযোগ পত্রের ছবি শেয়ার করেন তৃণমূল সাংসদ সাকেত৷ চিঠিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন সাংসদ৷
advertisement
আরও পড়ুন: খবরদার বাড়ির এই অংশে ভাড়া দেবেন না! সর্বস্বান্ত হয়ে যাবেন, ভাড়া দেওয়ার আগে জানুন বাস্তুর এই অমোঘ নিয়ম
২০২০ সালে কোভিড অতিমারির সময় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ প্রকল্প চালু করা হয়েছিল। যার অধীনে সরকার দেশবাসীকে পাঁচ কেজি পর্যন্ত খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করার ঘোষণা করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। শনিবার সেই মেয়াদই আরও এক বার বৃদ্ধি করার কথা বলেন প্রধানমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: আরও ৫ বছরের জন্য ‘ফ্রি’ রেশন! ছত্তীসগড়ে মোদির ঘোষণা কমিশনে তৃণমূল সাংসদ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement