By Election 2023: ছয় রাজ্যের সাত বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল! ত্রিপুরা থেকে উত্তরপ্রদেশ, কোথায় এগিয়ে কে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
By Election 2023: ধূপগুড়িতে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে এগিয়ে ছিল বিজেপি৷ কিন্তু, তৃতীয় রাউন্ডের শেষে তাদের পিছনে ফেলে দিল শাসকদল৷ চতুর্থ রাউন্ড শেষেও এগিয়ে তৃণমূলই৷
ছয় জায়গায় উপনির্বাচনের ফল ঘোষণা হবে শুক্রবার। সকাল ৮টা থেকেই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরল এবং ঝাড়খন্ডের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।
গত ভোটে ত্রিপুরার ধনপুর ছিল বিজেপির দখলে। বক্সনগরে জেতে সিপিএম। প্রতিমা ভৌমিক ভোটে জিতে বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন। তাঁর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হয়। বক্সনগরের সিপিএম বিধায়ক শামসুল হক প্রয়াত হওয়ার কারণে সেখানেও উপনির্বাচন হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ত্রিপুরাতে বিজেপি এগিয়ে।
উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেরও গণনা আজ। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে জয়ী হয়েছিলেন দারা সিং চৌহান। সম্প্রতি পদত্যাগ করেন এবং বিজেপিতে যোগ দেন। তাই এখানে নতুন করে ভোটগ্রহণ হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এই কেন্দ্রে প্রায় ৪ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী সুধাকর সিং। বিজেপির টিকিটে লড়াই করা দারা সিং পিছিয়ে অনেকটা।
advertisement
advertisement
ঝাড়খণ্ডের দুমরি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ফল আজ। বিধায়কের মৃত্যু হওয়ায় এবার ওই কেন্দ্রে উপনির্বাচন হয়। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে প্রায় ১৩০০ ভোটে এগিয়ে আছেন জেএমএম প্রার্থী।
সকাল ১১টা পর্যন্ত কেরালাতেও এগিয়ে রয়েছে কংগ্রেসই। ধূপগুড়িতে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে এগিয়ে ছিল বিজেপি৷ কিন্তু, তৃতীয় রাউন্ডের শেষে তাদের পিছনে ফেলে দিল শাসকদল৷ চতুর্থ রাউন্ড শেষেও এগিয়ে তৃণমূলই৷ সাম্প্রতিক ফলাফল অনুযায়ী, বর্তমানে তৃণমূলের প্রাপ্ত ভোট- ৩৯,১৬০, বিজেপি- ৩৮,৮০৬, সিপিএম- ৪০৭৬, নোটা ৪৭৮৷ ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। হারিয়ে দেন তৃণমূলের মিতালি রায়কে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদের মৃত্যুর কারণেই ধূপগুড়িতে উপনির্বাচন হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 1:05 PM IST