Assam Tinsukia killings: আগামিকাল তিনসুকিয়ায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

Last Updated:
#শিলচর: অসমের পাঁচ বাঙালিকে গুলি করে খুন ৷ কারা জড়িত ? কেন খুন করা হল পাঁচ বাঙালিকে ? সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য যোগাড় করতে অসম যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল ৷
রবিবার সকালে বিমানে চেপে তিনসুকিয়ায় রওনা দিচ্ছে তৃণমূল দলের পাঁচ নেতা নেত্রী ৷ পাঁচ বাঙালি পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা ৷ অসম সফরে পুলিশি বাধা এড়াতেও আগেভাগেই কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল ৷ রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে এই দলে থাকবেন সাংসদ নাদিমুল হক, বিধায়ক মহুয়া মৈত্র ছাড়াও আরও অনেকে ৷
advertisement
তিনসুকিয়ায় বাঙালি হত্যাকাণ্ডের প্রতিবাদে মমতার নির্দেশে গোটা রাজ্যে মিছিল হয় ৷ শুক্রবার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করে তৃণমূল ৷ মিছিল থেকে এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেন অভিষেক ৷ ইতিমধ্যেই বাঙালি হত্যার দায়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের পদত্যাগের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস ৷
advertisement
শুধু তৃণমূল কংগ্রেসই নয় ৷ বাম এবং কংগ্রেস একই ইস্যুতে আন্দোলন চালাচ্ছে ৷ তিনসুকিয়ায় বাঙালি হত্যার প্রতিবাদে কালা দিবসের ডাক দিয়েছে কংগ্রেস ৷ রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত মিছিল করে কংগ্রেস ৷ সেই মিছিলে ছিলেন সোমেন মিত্রও ৷
advertisement
তিনসুকিয়া হত্যাকাণ্ডকে ঘিরে অসমে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ৷ তার মধ্যেই আগামিকালই অসমে পৌঁছছে তৃণমূলের প্রতিনিধিদল ৷
পাঁচ বাঙালি খুনের ঘটনায় তপ্ত অসম। শনিবার অসমজুড়ে ২৪ ঘণ্টার বনধের ডাক দেয় বিভিন্ন বাঙালি সংগঠন। বনধের প্রভাব পড়েছে এরাজ্যেও । আলিপুরদুয়ারের অসম-বাংলা সীমানায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে । পাকড়িগুড়িতে পণ্যবাহী ট্রাক ও গাড়ির লম্বা লাইন । পণ্যবাহী ট্রাক আটকে থাকায় চরম ক্ষতির আশঙ্কায় আলিপুরদুয়ারের ব্যবসায়ীরা । চেম্বার অফ কমার্সের দাবি, এনআরসি-র পর থেকে ছোটখাট ঝামেলা লেগে আছে । প্রতিদিনই প্রায় কোটি টাকার ক্ষতি হচ্ছে ব্যবসায়। চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে । দীপাবলির মুখে বিপুল ক্ষতির মুখে ব্যবসায়ীরা ।
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Tinsukia killings: আগামিকাল তিনসুকিয়ায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement