Assam NRC: অসমে কারা বিদেশি? ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল এনআরসি

Last Updated:

সমে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে সকাল ১০টায়৷ গোটা অসম জুড়ে নিরাপত্তার লৌহবাসর৷

#গুয়াহাটি: অসমে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে সকাল ১০টায়৷ গোটা অসম জুড়ে নিরাপত্তার লৌহবাসর৷ জারি রয়েছে ১৪৪ ধারা৷ একসঙ্গে ৪ জনের বেশি জটলায় রয়েছে নিষেধাজ্ঞা৷ http://www.nrcassam.nic.in-এ ঠিক সকাল ১০টায় অনলাইনে প্রকাশিত হবে এনআরসি-র তালিকা৷ সেই তালিকাতেই বোঝা যাবে, অসমে বসবাসকারী কোনও ব্যক্তি ভারতীয় নাকি বিদেশি৷
advertisement
এই মুহূর্তে ভারতের সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হয়ে উঠেছে এনআরসি৷ রাজ্যবাসী শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ মুখ্যমন্ত্রীর বার্তা, 'কারও ভয় পাওয়ার কিছু নেই৷ প্রতিটি নাগরিকের স্বার্থ দেখার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷' এনআরসি-র সদর দফতরের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখতে বলা হয়েছে পুলিশকে৷ সোশ্যাল মিডিয়াতেও নজর রাখা হবে, কেউ এনআরসি নিয়ে বিদ্বেষমূলক কিছু পোস্ট করলে ব্যবস্থা নেবে প্রশাসন৷ অসমের ডিজিপি কুলধর সাইকিয়া সতর্ক করেছেন, ২৫০০ এনআরসি সেবাকেন্দ্রের মধ্যে ১২০০ সংবেদনশীল৷
advertisement
হোমগার্ড, টাস্ক ফোর্স ও ভিলেজ ডিফেন্স পার্টি মোতায়েন করা হয়েছে অসমে৷ পুলিশ কন্ট্রোল রুম থাকেব ২৪ ঘণ্টা৷ কোনো রকম বিপদে মানুষ জানাতে পারবেন পুলিশকে৷ গোটা ৫১ কোম্পানি আধাসামরিক ফোর্স নামানো হয়েছে৷ সোমবার থেকে অসমে আরও ২০০ বিদেশি ট্রাইবুনাল কাজ শুরু করবে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়এছে, অসম জুড়ে মোট ১০০০টি বিদেশি ট্রাইবুনাল তৈরি হবে বিভিন্ন পর্যায়ে৷
advertisement
এনআরসি-র খসড়ায় যাঁদের নাম ছিল না, চূড়ান্ত তালিকায় তাঁদের একটি বড় অংশ জায়গা পেতে পারে৷ তাঁদের জন্য আধার কার্ড ইস্যু করা হয়েছে৷
আরও ভিডিও: বাংলায় এনআরসি নিয়ে সংসদে যা বললেন অমিত শাহ
বাংলা খবর/ খবর/দেশ/
Assam NRC: অসমে কারা বিদেশি? ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল এনআরসি
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement