অসম NRC ইস্যু: নামের ভুলে ঠিকানা ডিটেনশন ক্যাম্প, এবার নাগরিকপঞ্জী নিয়েও উদ্বেগে শিলচরের সুচন্দ্রা
Last Updated:
নামের ভুলে যে কী হতে পারে, তা হারে হারে টের পেয়েছেন অসমের এই মহিলা।
#গুয়াহাটি: তাঁর নাম সুচন্দ্রা গোস্বামী। কিন্তু তালিকায় উঠেছে শচীন্দ্র গোস্বামী। তিনবছর আগে ঠিক একই কারণে ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়েছিল অসমের শিলচরের বাসিন্দা সুচন্দ্রাকে। এবার নাগরিকপঞ্জীতেও ভুল নাম ওঠায় চরম উদ্বেগে সুচন্দ্রা ও তাঁর পরিবার।
উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, ‘নামে কীই বা আসে যায়?’। না, নামে অনেক কিছুই আসে যায়। নামের ভুলে যে কী হতে পারে, তা হারে হারে টের পেয়েছেন অসমের এই মহিলা।
নাম - সুচন্দ্রা গোস্বামী। বাড়ি - শিলচরের মলুগ্রামে। দিনটা ছিল, ২০১৫-র ২৪ মে। বাড়ি থেকে সুচন্দ্রা গোস্বামীকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তিনদিন থাকতে হয়েছিল শিলচর সেন্ট্রাল জেলে, ডিটেনশন ক্যাম্পে। এবার নাগরিকপঞ্জীর খসড়া তালিকা প্রকাশের পর তিন বছর আগের আতঙ্ক ফিরে এসেছে সুচন্দ্রার জীবনে। কারণ, এবারও তালিকায় তাঁর নাম ভুল।
advertisement
advertisement
আরও পড়ুন
সুচন্দ্রার জায়গায় এবারও তালিকায় তাঁর নাম উঠেছে শচীন্দ্র গোস্বামী হিসেবেই। নাগরিকপঞ্জীতে নাম ভুল থাকায় চরম আতঙ্কে দিন কাটছে সুচন্দ্রা গোস্বামীর। চোখ বুঝলেই ভেসে উঠছে তিনবছর আগেকার সেই সব অভিশপ্ত স্মৃতি।
অসমে নাগরিকপঞ্জী থেকে বাদ গিয়েছে ৪০ লাখ মানুষের নাম। কেন্দ্রের আশ্বাস, যাঁদের নাম ওঠেনি, তাঁরা ফের তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। কিন্তু যাঁদের নাম তালিকায় ভুল এসেছে? তাঁদের কী হবে? সুচন্দ্রা একা নন, অসমে এমন উদাহরণ বহু। সত্যিই নামে অনেক কিছুই আসে যায়। টের পাচ্ছেন সুচন্দ্রার মতো আরও অনেক অসমবাসী।
Location :
First Published :
August 08, 2018 11:48 AM IST