‘দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি, কী কারণে বলছেন ব্যাখ্যা দিন?’ অসমের নাগরিকপঞ্জি নিয়ে মমতাকে পাল্টা তোপ অমিত শাহের

Last Updated:
#নয়াদিল্লি: বৈধ প্রমাণ দিতে না পারলে, বাংলাদেশি ভারত ছাড়। এনআরসি নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই আজ অবস্থান স্পষ্ট করল বিজেপি। অভ্যন্তরীন নিরাপত্তাকে ঢাল করে সংসদের ভিতরে ও বাইরে অমিত শাহের বক্তব্যেই স্পষ্ট, অনুপ্রবেশকারীদের তাড়িয়েই ছাড়া হবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতায় এদিনও তৃণমূল কংগ্রেস নেত্রীকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি।
অসমে জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশ করে দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। মঙ্গলবার এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতাকে নিশানা করে অমিতের পাল্টা, দেশের নিরাপত্তাকে বিকিয়ে দিয়ে বিজেপি ভোট রাজনীতি করে না।
তিনি বলেন,
‘বিজেপির বিরুদ্ধে ভোট রাজনীতির অভিযোগ তুলছেন মমতা ৷ বলছেন দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি ৷ তাঁর এই বক্তব্যের ব্যাখ্যা দিন মমতা ৷ কোন আশঙ্কা থেকে একথা বলছেন মমতা? বিষয়টি স্পষ্ট করে বলুন ৷ ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন মমতা ৷’
advertisement
advertisement
কথা ছিল রাজনাথ সিংয়ের বিবৃতি। মঙ্গলবার রাজ্যসভায় এনআরসি নিয়ে প্রথমবার খাপ থেকে তলোয়ার বার করলেন বিজেপি সাংসদ ও সভাপতি অমিত শাহ। আর তা রাখলেন কংগ্রেসের মাথায়।
আরও পড়ুন 
advertisement
সংসদের বাইরেও এনআরসি নিয়ে অনড় বিজেপি। দেশজোড়া বিতর্কের মধ্যেই তা স্পষ্ট করা হল। দিল্লিতে দলীয় সদর দফতরে বিজেপি সভাপতি সাফ জানিয়েছেন, বৈধ পরিচয়পত্র না থাকলে কোনও অনুপ্রবেশকারীকে ভারতের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। কারণ, দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস চলবে না।
আরও পড়ুন 
advertisement
আক্রমণই সেরা ডিফেন্স। রাজনৈতিক মহলের মতে, এনআরসি নিয়ে যে ভাবে গত দু’দিনে চাপ বাড়ছিল, তাতে এই রাস্তা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না বিজেপির কাছে। তাই সংসদের ভিতরে-বাইরে এদিন চালিয়ে খেলতে হল অমিত শাহকেই।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি, কী কারণে বলছেন ব্যাখ্যা দিন?’ অসমের নাগরিকপঞ্জি নিয়ে মমতাকে পাল্টা তোপ অমিত শাহের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement