Assam Earthquake: ছুটে পালালেন না, ভূমিকম্পের সময় হাসপাতালে সদ্যোজাতদের আগলে রাখলেন দুই নার্স, অসমের চোখে জল-আনা ভিডিও ভাইরাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রবিবার বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। কম্পনের সময়কার এক হৃদয়বিদারক ছবি ধরা পড়ল অসমের একটি বেসেকারি হাসপাতালে। দুটি নার্স আগলে রাখলেন সদ্যোজাত শিশুদের
অসম: রবিবার বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। কম্পনের সময়কার এক হৃদয়বিদারক ছবি ধরা পড়ল অসমের একটি বেসেকারি হাসপাতালে। ভূমিকম্পে ভয় পেয়ে দৌড়ে পালালেন না, বরং দুটি নার্স আগলে রাখলেন সদ্যোজাত শিশুদের।
অসমের নাগাও জেলার এই হাসপাতালের মর্মস্পর্শী দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নার্সারির দায়িত্বে রয়েছেন দু’জন নার্স! আচমকাই কম্পন শুরু হয়! আলো জ্বলতে-নিভতে থাকে! এক মুহূর্তও অপেক্ষা না করে সদ্যোজাতদের কাছে ছুটে যান দুই নার্স! শিশুদের গায়ে রাখেন ভরসার হাত, স্নেহের হাত, যাতে তারা ভয় না পায়! কম্পনের জেরে গোটা হাসাপাতলেই তখন আতঙ্ক ছড়িয়েছে। শুরু হয়েছে হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি! কিন্তু নার্স দু’জন শিশুদের ছেড়ে কোথাও নড়েননি।
advertisement
রবিবার অসমে ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি নামে একটি জায়গা। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। অসমের ভূমিকম্পের জেরে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়। মৃদু কম্পন টের পাওয়া যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। কম্পন অনুভূত হয় বাংলাদেশ, নেপাল এবং ভুটানের বেশ কিছু অঞ্চলেও।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 12:51 PM IST