• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • গুলিবিদ্ধ ওড়িশার আসকা-র কংগ্রেস প্রার্থী মনোজ কুমার জেনা, অবস্থা আশঙ্কাজনক

গুলিবিদ্ধ ওড়িশার আসকা-র কংগ্রেস প্রার্থী মনোজ কুমার জেনা, অবস্থা আশঙ্কাজনক

representative image

representative image

 • Share this:

  #ওড়িশা: ভোটগণনা শুরু হওয়ার আগেই গুলিবিদ্ধ আসকা-র কংগ্রেস প্রার্থী মনোজ কুমার জেনা ও তাঁর সঙ্গী অনিল কুমার সোয়েন। ৬ দুষ্কৃতী তাঁদের উপর গুলি চালায়। ঘটনাটি ঘটে সন্ধের দিকে,  ওড়িশার গঞ্জম জেলার বেরহামপুরে। দুষ্কৃতীদের কোনওরকম পরিচয় জানা যায়নি।

  মনোজ জেনার ছাতি ও গলায় গুলি লাগে। হাতে গুলি লাগে অনিল কুমার সোয়েনের। রক্তাক্ত  অবস্থায় তাঁদের এমকেসিজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে  নিয়ে যাওয়া হয়।  চিকিৎসকেরা জানান, কংগ্রেস প্রার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

  পুলিশেরর তরফে জানানো হয়েছে, বেরহামপুর শহরের লাঞ্জিপল্লিতে অক্সফোর্ড স্কুলের কাছে খুব কম দূরত্ব থেকে গুলি করা হয় মনোজ জেনা ও তাঁর সঙ্গীকে। দুজনেই সেইসমসয় গাড়িতে ছিলেন, ভুবনেশ্বর থেকে ফিরছিলেন। ৬ দুষ্কৃতী ঝড়ের গতিতে ২টো বাইক চেপে  এসে গুলি চালায়।পালানোর সময় বাইকের ধাক্কায় একজন পথচলতি ছেলে আহত হয়।  ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও একটি বাইক উদ্ধার করেছে।

  First published: