‘ইন্দিরা গান্ধি ফিরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের হাজার একর জমি’
Last Updated:
আসিফ আলি জরদারি দাবি করেছেন ১৯৭১ সালের যুদ্ধের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি হাজার একর জমি পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছিলেন ৷
#শ্রীনগর: কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করেছে কেন্দ্র। অর্থাৎ বিশেষ মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু-কাশ্মীর। লাদাখকেও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত ঘোষণার পরই ইসলামাবাদ ছাড়তে বলা হয় ভারতীয় হাই কমিশনারকে। স্থগিত করা হয় দ্বিপাক্ষিক বাণিজ্যও।
কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ নিয়ে লাগাতার পাকিস্তান সংসদে চর্চা চলছে ৷ এরই মাঝে পূর্ব রাষ্ট্রপতি আসিফ আলি জরদারি দাবি করেছেন ১৯৭১ সালের যুদ্ধের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি হাজার একর জমি পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছিলেন ৷ তিনি আরও জানিয়েছেন, যুদ্ধের পর সেই সময় ভারতে প্রায় ৯০০০০ পাকিস্তানি বন্দি ছিল ৷ ভারতের কব্জায় পাকিস্তানের ১০০০ একর জমি ছিল ৷ এই দুই বিষয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো ইন্দিরা গান্ধির সঙ্গে কথা বলেছিলেন ৷ এরপর পাকিস্তানি বন্দি ও জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷
advertisement
কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ বাংলাদেশ তৈরির সঙ্গে তুলনা করেছেন জরদারি ৷ তিনি আরও বলেছেন পূর্ব পাকিস্তানের সমস্যার পর কাশ্মীর এখন অতটাই বড় সমস্যা ৷ এটা বোঝার জন্য ইতিহাস জানতে হবে ৷
advertisement
তিনি সংসদে বলেন যে ভারত ও কাশ্মীরের মুসলিমদের এটা বুঝতে হবে যে জিন্নার দুই রাষ্ট্রের সিদ্ধান্ত চলবে ৷ জরদারি আরও বলেন যে কাশ্মীরের নেতারাও বলেছেন যে ভারতের সাথ দিয়ে ভুল করেছেন তারা ৷ ইমরান সরকারকেও প্রশ্ন করে জানতে চান যে দেশের অর্থব্যবস্থার কী পরিস্থিতি হয়েছে সেটা কী তিনি জানেন না ?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2019 10:00 PM IST