#নয়াদিল্লি: কর্ণাটকের ভোট শেষ ৷ তাই কর্ণাটক এখন ইতিহাস ৷ বিজেপির পরবর্তী পদক্ষেপ অপারেশন তেলেঙ্গনা ৷ বিজেপির অর্শ্বমেধের ঘোড়া বহু রাজ্য দিয়ে ছুটলেও বাকির তালিকায় তেলেঙ্গনা অন্যতম ৷ ২০১৯ এর লোকসবার নির্বাচনের সঙ্গেই এই রাজ্যের বিধানসভা নির্বাচনও ৷
আরও পড়ুন : চর্চায় কর্ণাটকের নতুন মন্ত্রীসভা গঠন, থাকতে পারে যুগ্ম উপমুখ্য়মন্ত্রী পদ
বিজেপি সভাপতি অমিত শাহ সম্প্রতি দিল্লিতে এক বৈঠকে যে যে রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার ছিল সেখানে নির্বাচন শেষ হয়েছে ৷ এখন তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ মোদি-শাহ জুটির পরবর্তী টার্গেট ৷ সেই নিয়েই চলছে নিরন্তর রণনীতি ৷
এই মর্মেই মোদি-শাহ জুটি দলীয় কর্মীদের সংগঠনের তৃণমূল স্তরে পৌঁছে এক জনসংযোগে মন দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ মানুষের পাশে থাকার বার্তাও দিয়েছেন ৷ স্থানীয় নেতাদের টেলিভিশনের থেকে এলাকায় বেশি মুখ দেখানোর পরামর্শ দিয়েছেন ৷
আরও পড়ুন : নিয়ন্ত্রণহীন বেপরোয়া লরি গুঁড়িয়ে দিল চায়ের দোকান, কেড়ে নিল প্রাণ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Conquer, Narendra Modi, Telangana