"ভাগ্যিস গাড়িটা দেরি করেছিল! নইলে...!" গোয়া আগুনে অল্পের জন্য প্রাণে বেঁচে ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছেন দিল্লির বাসিন্দা

Last Updated:

গোয়া অগ্নিকাণ্ডের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। শনিবার রাতে একটি নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে এখনও পর্যন্ত পুড়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। এই ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। গ্রেফতার হয়েছেন ওই ক্লাবের মালিক সহ চার ম্যানেজার।

কী বললেন অবিনাশ
কী বললেন অবিনাশ
গোয়া: গোয়া অগ্নিকাণ্ডের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। শনিবার রাতে একটি নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে এখনও পর্যন্ত পুড়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। এই ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। গ্রেফতার হয়েছেন ওই ক্লাবের মালিক সহ চার ম্যানেজার।
আর এই দুর্ঘটনা থেকে কাকতালীয়ভাবে বেঁচে গিয়ে এখন নিয়তিকেই ধন্যবাদ জানাচ্ছেন পেশায় চিকিৎসক অবিনাশ। দিল্লির বাসিন্দা অবিনাশ এই দুর্ভাগ্যজনক ঘটনা থেকে বেঁচে যান শুধুমাত্র তাঁর ট্যাক্সি দেরি করে আসার জন্য।
এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভাগ্যবান ছিলাম শুধুমাত্র আমাদের ক্যাব চালক দেরি করে আসার ফলে। নাহলে আমরাও ওখানেই থাকতাম।”
advertisement
advertisement
কিন্তু, অবিনাশের মতন বাকি পর্যটক এবং কর্মীরা ভাগ্যবান ছিলেন না। তাঁরা বেসমেন্টের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পুলিশ এবং দমকল সূত্রে খবর এখনও আগুনের নির্দিষ্ট কোনও উৎস পাওয়া যায়নি। কিন্তু, ওই নাইটক্লাব যে আগুনবিধির কোনও তোয়াক্কাই করেনি সে বিষয়ে একপ্রকার সুনিশ্চিত পুলিশ এবং দমকল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
"ভাগ্যিস গাড়িটা দেরি করেছিল! নইলে...!" গোয়া আগুনে অল্পের জন্য প্রাণে বেঁচে ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছেন দিল্লির বাসিন্দা
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement