"ভাগ্যিস গাড়িটা দেরি করেছিল! নইলে...!" গোয়া আগুনে অল্পের জন্য প্রাণে বেঁচে ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছেন দিল্লির বাসিন্দা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গোয়া অগ্নিকাণ্ডের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। শনিবার রাতে একটি নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে এখনও পর্যন্ত পুড়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। এই ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। গ্রেফতার হয়েছেন ওই ক্লাবের মালিক সহ চার ম্যানেজার।
গোয়া: গোয়া অগ্নিকাণ্ডের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। শনিবার রাতে একটি নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে এখনও পর্যন্ত পুড়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। এই ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। গ্রেফতার হয়েছেন ওই ক্লাবের মালিক সহ চার ম্যানেজার।
আর এই দুর্ঘটনা থেকে কাকতালীয়ভাবে বেঁচে গিয়ে এখন নিয়তিকেই ধন্যবাদ জানাচ্ছেন পেশায় চিকিৎসক অবিনাশ। দিল্লির বাসিন্দা অবিনাশ এই দুর্ভাগ্যজনক ঘটনা থেকে বেঁচে যান শুধুমাত্র তাঁর ট্যাক্সি দেরি করে আসার জন্য।
এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভাগ্যবান ছিলাম শুধুমাত্র আমাদের ক্যাব চালক দেরি করে আসার ফলে। নাহলে আমরাও ওখানেই থাকতাম।”
advertisement
#WATCH | Dr Avanish from Delhi, who had planned to visit the ill-fated restaurant where a fire broke out, says, “…Actually, we got lucky because our cab driver was late or else we would be here…” https://t.co/qSth23gSZe pic.twitter.com/fPoSx1Pfcq
— ANI (@ANI) December 7, 2025
advertisement
কিন্তু, অবিনাশের মতন বাকি পর্যটক এবং কর্মীরা ভাগ্যবান ছিলেন না। তাঁরা বেসমেন্টের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পুলিশ এবং দমকল সূত্রে খবর এখনও আগুনের নির্দিষ্ট কোনও উৎস পাওয়া যায়নি। কিন্তু, ওই নাইটক্লাব যে আগুনবিধির কোনও তোয়াক্কাই করেনি সে বিষয়ে একপ্রকার সুনিশ্চিত পুলিশ এবং দমকল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 07, 2025 6:07 PM IST

