দিল্লি কেজরি-ময়! পদ্মশিবিরকে হারিয়ে আস্থা ভোটে জয়ী কেজরিওয়ালের আম আদমি পার্টি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
দিল্লিতে ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হবে, এমনটা অবশ্য কেজরিয়াল বারবার বলেছিলেন৷ দলের বিধায়করা যে তাঁর সঙ্গে রয়েছেন, এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন কেজরিওয়াল।
#দিল্লি: কেজরিওয়ালের জয়জয়কার৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে আস্থাভোটে জয়ী হল আম আদমি পার্টি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় আপের সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক, বিজেপির পক্ষে ভোট দিয়েছেন ৮ জন।
আপ-বিজেপি চর্চা চলছে অনেকদিনই৷ অপারেশন লোটাসের মাধ্যমে বিজেপি ভাঙন ধরানোর চেষ্টা করছে, এমনটাই অভিযোগ ছিল কেজরিওয়ালের৷ দিল্লিতে ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হবে, এমনটা অবশ্য কেজরিয়াল বারবার বলেছিলেন৷ দলের বিধায়করা যে তাঁর সঙ্গে রয়েছেন, এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন কেজরিওয়াল।
সম্প্রতি দিল্লিতে আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। রাজধানী দিল্লির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন সিসোদিয়া। সেই কারণেই ঈর্ষান্বিত হয়ে সিসোদিয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কেজরিওয়াল। কেজরিওয়াল লিখেছিলেন, সারাদেশে যেখানেই যিনি ভাল কাজ করার চেষ্টা করেছেন, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বদনাম করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, এই সিবিআই হানা আপ সরকারের আনা নতুন আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত। সংঘাত ওঠে তুঙ্গে৷
advertisement
advertisement
গত বৃহস্পতিবার দিল্লিতে জরুরি বৈঠক করে আপ৷ আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজ জানান, অপারেশন পদ্ম ব্যর্থ হয়েছে৷ সব বিধায়ক আপের সঙ্গেই রয়েছেন৷ বিজেপি ২০ জন বিধায়ককে কিনতে চেয়েছিল৷ ৫৩ জন বিধায়ক বৈঠকে উপস্থিত হয়েছিলেন৷ ১২ জন সাংগঠনিক ও প্রশাসনিক কাজে বাইরে৷ এরপর দলের বিধায়করা যে তাঁর সঙ্গে রয়েছেন, এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন কেজরিওয়াল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 4:14 PM IST

