দিল্লি কেজরি-ময়! পদ্মশিবিরকে হারিয়ে আস্থা ভোটে জয়ী কেজরিওয়ালের আম আদমি পার্টি

Last Updated:

দিল্লিতে ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হবে, এমনটা অবশ্য কেজরিয়াল বারবার বলেছিলেন৷ দলের বিধায়করা যে তাঁর সঙ্গে রয়েছেন, এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন কেজরিওয়াল।

Arvind Kejriwal Manish Sisodia
Arvind Kejriwal Manish Sisodia
#দিল্লি: কেজরিওয়ালের জয়জয়কার৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে আস্থাভোটে জয়ী হল আম আদমি পার্টি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় আপের সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক, বিজেপির পক্ষে ভোট দিয়েছেন ৮ জন।
আপ-বিজেপি চর্চা চলছে অনেকদিনই৷ অপারেশন লোটাসের মাধ্যমে বিজেপি ভাঙন ধরানোর চেষ্টা করছে, এমনটাই অভিযোগ ছিল কেজরিওয়ালের৷ দিল্লিতে ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হবে, এমনটা অবশ্য কেজরিয়াল বারবার বলেছিলেন৷ দলের বিধায়করা যে তাঁর সঙ্গে রয়েছেন, এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন কেজরিওয়াল।
সম্প্রতি দিল্লিতে আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। রাজধানী দিল্লির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন সিসোদিয়া। সেই কারণেই ঈর্ষান্বিত হয়ে সিসোদিয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কেজরিওয়াল। কেজরিওয়াল লিখেছিলেন, সারাদেশে যেখানেই যিনি ভাল কাজ করার চেষ্টা করেছেন, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বদনাম করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, এই সিবিআই হানা আপ সরকারের আনা নতুন আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত।  সংঘাত ওঠে তুঙ্গে৷
advertisement
advertisement
গত বৃহস্পতিবার দিল্লিতে জরুরি বৈঠক করে আপ৷ আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজ জানান, অপারেশন পদ্ম ব্যর্থ হয়েছে৷ সব বিধায়ক আপের সঙ্গেই রয়েছেন৷ বিজেপি ২০ জন বিধায়ককে কিনতে চেয়েছিল৷ ৫৩ জন বিধায়ক বৈঠকে উপস্থিত হয়েছিলেন৷ ১২ জন সাংগঠনিক ও প্রশাসনিক কাজে বাইরে৷ এরপর দলের বিধায়করা যে তাঁর সঙ্গে রয়েছেন, এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন কেজরিওয়াল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি কেজরি-ময়! পদ্মশিবিরকে হারিয়ে আস্থা ভোটে জয়ী কেজরিওয়ালের আম আদমি পার্টি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement