দিল্লিতে ভয়াবহ ভূমিকম্প ! মানুষের জন্য প্রার্থনা করলেন অরবিন্দ কেজরিওয়াল !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
এই কম্পন শুধু দিল্লি নয় পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর ও অমৃতসরেও অনুভূত হয়।
#নয়া দিল্লি: পর পর দু'বার প্রবল কম্পনে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ও উত্তর পশ্চিমের বিস্তৃর্ণ এলাকা। কাজাকিস্থান উপকেন্দ্রে ৬.৩ তীব্রতার ভূমিকম্প ছড়ায়। রাত ১০টা ৩১ নাগাদ অনুভূত হয় কম্পন। দ্বিতীয়টা ১০টা ৩৪ মিনিটে অনুভূত হয়, উপকেন্দ্র অমৃতসর। তীব্রতা ছিল ৬.১। বেশ কয়েক সেকেন্ড ধরে চলে ভূমিকম্প। এই ঘটনায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ট্যুইটারে এ এন আই- এর ট্যুইট শেয়ার করে লেখেন, "দিল্লিতে ভূমুকম্প অনুভূত হয়েছে। সকলের সুস্থতা ও সুরক্ষা কামনা করছি।"
Earthquake tremors felt in Delhi. Praying for everyone's safety. https://t.co/8fU8TGQLiE
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 12, 2021
advertisement
এই কম্পন শুধু দিল্লি নয় পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর ও অমৃতসরেও অনুভূত হয়। এই সব অঞ্চলে কম্পনের তীব্রতা ছিল ৪.১। প্রায় ৭৫ সেকেন্ড ধরে অনুভূত হয় কম্পন। এর পর সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিজেদের বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন। ভয়াবহ কম্পনে সকলের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2021 12:00 AM IST