'স্ত্রীর কাছ থেকেও এত 'Love Letters' পাইনি...!' আচমকা কেন এমন বললেন কেজরিওয়াল? নেপথ্যে 'যিনি'...

Last Updated:

Arvind Kejriwal: উৎসবের মরশুমেও পারদ চড়েছে সেই বিরোধের। ফের একবার এবার লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার বিরুদ্ধে সরব হন কেজরিওয়াল। একের পর এক ট্যুইট বার্তায় তিনি বিদ্ধ করেছেন, লেফটেন্যান্ট গভর্নরকে।

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল
#নয়াদিল্লি: আবারও দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে চরম কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন নিজের স্ত্রী-র কাছ থেকে তিনি এত প্রেমপত্র পাননি সারা জীবনে যত চিঠি গত ৬ মাসে তিনি লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে পেয়েছেন। প্রথম থেকে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে টক্কর চলছে অরবিন্দ কেজরিওয়ালের।
উৎসবের মরশুমেও পারদ চড়েছে সেই বিরোধের। ফের একবার এবার লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার বিরুদ্ধে সরব হন কেজরিওয়াল। একের পর এক ট্যুইট বার্তায় তিনি বিদ্ধ করেছেন, লেফটেন্যান্ট গভর্নরকে। সামনেই আবার গুজরাতের বিধানসভা নির্বাচন তার আগে যে কেজরিওয়ালের উপরে চাপ বাড়বে তাতে কোনও সন্দেহের অবকাশ নেই।
advertisement
advertisement
ইতিমধ্যেই দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা হয়েছে। সেটাও লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশে সিবিআই তদন্ত হয়েছিল। তরপরেই সিবিআই তৎপর হয়। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই। মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু উদ্ধার করতে পারেনি সিবিআই।
তারপরেই বিস্ফোরক দাবি করেছিলেন মণীশ সিসোদিয়া। তিনি দাবি করেছিলেন তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ৪০ কোটি টাকা দিতে চেয়েছিল বিজেপি। বিজেপি নাকি জানিয়েছিল তিনি বিজেপিতে যোগ দিলে ইডি সিবিআই বলে আর কিছুই হবে না তাঁর বিরুদ্ধে। কিন্তু বাস্তবে নাকি তিনি রাজি হননি। এমনকী তাঁকে কেজরিওয়াল সরকার ভাঙার বিষয়ে টোপ দিয়েছিল বিজেপি বলেও দাবি সিসোদিয়ার।
advertisement
কেজরিওয়াল সরকারকে ভাঙতে পারলে তাঁকে মুখ্যমন্ত্রী করে দেওয়ার টোপ দেওয়া হয়েিছল। কিন্তু তাতে পাত্তা দেননি মণীশ সিসোদিয়া। যদিও সিসোদিয়ার এই দাবি খারিজ করে দেয় বিজেপি। ইতিমধ্যেগুজরাতে ভোট প্রতিশ্রুতিও দিয়ে ফেলেছেন কেজরিওয়াল। প্রতিশ্রুতি দিয়েছেন,আপ গুজরাতে সরকার গড়লে প্রতিটি গরুর রক্ষণ বেক্ষণে প্রতিদিন ৪০ টাকা করে দেবে তার সরকার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'স্ত্রীর কাছ থেকেও এত 'Love Letters' পাইনি...!' আচমকা কেন এমন বললেন কেজরিওয়াল? নেপথ্যে 'যিনি'...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement