Assembly Election Results 2024: অরুণাচল প্রদেশে সরকার গড়ার পথে বিজেপি, সিকিমে একছত্র আধিপত্য SKM-এর

Last Updated:

ভারী বৃষ্টিপাত সত্ত্বেও সকাল ৬টা থেকেই অরুণাচল প্রদেশের ২৪ জেলার হেডকোয়াটার্সে শুরু হয়েছে ভোট গণনা৷ আর দিনের শুরুতেই জয় প্রায় নিশ্চিত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে বিজেপি৷ দুপুরের মধ্যেই ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা৷ অন্যদিকে, সিকিমের ছয় জেলাতেও চলছে গণনা৷

অরুণাচল প্রদেশ: গত শনিবারই সামনে এসেছে এক্সিট পোল৷ একাধিক এক্সিট পোলের সমীক্ষায় দেশজুড়েই মিলেছে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত৷ আর তারপরের দিনই উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোট গণনা৷ এদিন ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৫০টি আসনে চলছে ভোটগণনা৷ অন্যদিকে, ৩২ আসনে সিকিমেও গণনা আজ৷
ভারী বৃষ্টিপাত সত্ত্বেও সকাল ৬টা থেকেই অরুণাচল প্রদেশের ২৪ জেলার হেডকোয়াটার্সে শুরু হয়েছে ভোট গণনা৷ আর দিনের শুরুতেই জয় প্রায় নিশ্চিত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে বিজেপি৷ দুপুরের মধ্যেই ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা৷ অন্যদিকে, সিকিমের ছয় জেলাতেও চলছে গণনা৷
advertisement
advertisement
আরও পড়ুন: সপ্তম দফার ভোটে সামগ্রিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব রাজ্যপালের
বেলা সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অরুণাচল প্রদেশের অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির৷ ইতিমধ্যেই ১২ আসনে ঘোষিত হয়েছে বিজেপির জয়৷ বাকি ৩৩ আসনেও এগিয়ে তারা৷ অন্যদিকে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এগিয়ে ৬টি আসনে, এনসিপি ৪টিতে, পিপিএ ৩টিতে এবং একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী৷ অরুণাচলে ম্যাজিক ফিগার ৩১৷
advertisement
আরও পড়ুন: যাদবপুর তুমি কার! সায়নীর ‘সাজানো বাগানে’ সৃজনের স্বপ্ন ফেরি, জোর টক্কর নাকি ওয়াকওভার?
সিকিমে অবশ্য ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)৷ ৩২ আসনের সিকিম বিধানসভার ৩০টিতেই এগিয়ে এসকেএম৷ এখানে ম্যাজিক ফিগার ১৭৷
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Election Results 2024: অরুণাচল প্রদেশে সরকার গড়ার পথে বিজেপি, সিকিমে একছত্র আধিপত্য SKM-এর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement