#RIPArunJaitley: আগামিকাল শেষকৃত্য, প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে বিজেপি কার্যালয়ে শায়িত থাকবে মরদেহ
Last Updated:
শনিবার দুপুর ১২.০৭ মিনিটে দিল্লির AIIM-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর ৷
#নয়াদিল্লি: ফের জাতীয় রাজনীতিতে নক্ষত্র পতন ৷ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ শনিবার দুপুর ১২.০৭ মিনিটে দিল্লির AIIM-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর ৷ জেটলির প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল ৷
দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির সংক্রমণে ভুগছিলেন অরুণ জেটলি ৷ ৯ অগাস্ট থেকে এইমসে ভর্তি ছিলেন তিনি ৷ লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় তাঁকে ৷ কয়েক সপ্তাহের লড়াইয়ের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
আজই দেহ নিয়ে যাওয়া হল বাড়িতে ৷ এদিন গ্রেটার কৈলাসের বাড়িতে সারারাত শায়িত থাকবে মরদেহ ৷ আগামীকাল সকাল ১০টায় বিজেপি কার্যালয়ে মরদেহ নিয়ে যাওয়া হবে ৷ রবিবার বেলা ১২টা পর্যন্ত দেহ থাকবে কার্যালয়ে ৷ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ ৷ দুপুর ২টোয় দেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে ৷ নিগমবোধ ঘাটে সম্পন্ন হবে জেটলির শেষকৃত্য ৷
advertisement
advertisement
Location :
First Published :
August 24, 2019 3:28 PM IST