প্রতিরক্ষাতেও বাড়তি দায়িত্ব সামলাবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি

Last Updated:

মনোহর পরিকর মুখ্যমন্ত্রী হওয়ায় অর্থমন্ত্রকের পাশাপাশি এবার প্রতিরক্ষামন্ত্রীর বাড়তি দায়িত্ব সামলাবেন অরুণ জেটলি।

#নয়াদিল্লি: ফের গোয়ার মুখ্যমন্ত্রী পদে মনোহর পরিকর। আগামিকালই শপথ নিতে চলেছেন তিনি। পনেরো দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাঁকে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি ও নির্দল বিধায়কদের সমর্থনেই গোয়ায় এবারসরকার টিকিয়ে রাখল বিজেপি।
অন্যদিকে মনোহর পরিকর মুখ্যমন্ত্রী হওয়ায় অর্থমন্ত্রকের পাশাপাশি এবার প্রতিরক্ষামন্ত্রীর বাড়তি দায়িত্ব সামলাবেন অরুণ জেটলি। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন মনোহর পরিকর ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে এদিই পরিকরের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাশাপাশি অরুণ জেটলিকে প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব সামলানোর কথা জানিয়েছেন তিনি ৷
২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর প্রথম তিন মাস প্রতিরক্ষা ও অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন অরুণ জেটলি ৷
advertisement
advertisement
শনিবার ফল ঘোষণার পর মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি ও নির্দল বিধায়করা। এই অঙ্কের জোরেই শেষপর্যন্ত ত্রিশঙ্কু গোয়ার  মসনদে ফের বসল বিজেপি। মনোহর পরিকরের হাতেই তুলে দেওয়া হল গোয়ার ভার। ৪০ সদস্যের গোয়া বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক ফিগার ২১। পরিকার ২১জন বিধায়কের তালিকা জমা দিলে তাকে সরকার গড়তে ডেকেছেন রাজ্যপাল মৃদুলা সিনহা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিরক্ষাতেও বাড়তি দায়িত্ব সামলাবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement