'Karwa Chauth' in Jail: স্বামীর খুনে জড়িত থাকার সাজা ভোগ আবার স্বামীর জন্যই উপবাস! উত্তরপ্রদেশেের কারাগারের করবা চৌথের ছবি চমকে দেবে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
'Karwa Chauth' in Jail: বৃহস্পতিবার লখনউ কারাগারে প্রায় ৫০ জন মহিলা বন্দি করবা চৌথের উপবাস পালন করছেন।
#লখনউ: আজ করবা চৌথ৷ স্বামীর মঙ্গল কামনায় উপবাস করেন স্ত্রীরা৷ আর এই 'কারওয়া চৌথ' উপলক্ষেই বৃহস্পতিবার লখনউ কারাগারের প্রায় ৫০ জন মহিলা বন্দিও উপবাস রাখতে চলেছেন।
উত্তরপ্রদেশের জেলমন্ত্রী ধরমবীর প্রজাপতি এই বিষয়ে একটি নির্দেশ জারি করার পর বিবাহিত মহিলা বন্দীদের উপবাস পালন এবং উৎসবের সঙ্গে সম্পর্কিত সমস্ত আচার পালনের অনুমতি দেওয়া হচ্ছে। জেল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিবাহিত নারী বন্দিদের মধ্যে ১০ জন কারাগারেই তাঁদের প্রথম করা চৌথ উদযাপন করছেন। জেল কর্তৃপক্ষ মহিলা বন্দীদের পরিবারের সদস্যদের তাদের পূজার সামগ্রী এবং খাবার পাঠানোর অনুমতি দিয়েছে।
advertisement
advertisement
জেলা কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট আশিস তিওয়ারি বলেছেন, “এই মহিলাদের পর্যবেক্ষণে রেখেই সমস্ত আচার অনুষ্ঠান করতে দেওয়া হবে। পুজো শেষ হলেই তাঁদের ব্যারাক বন্ধ হয়ে যাবে। প্রায় ৬ জন নারী বন্দীর স্বামীও কারাগারে বন্দী। এই শুভ দিনে তাঁদের স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে।"
advertisement
গোরখপুর জেলা কারাগারের প্রায় ১২ জন মহিলা বন্দী করবা চৌথ উপবাস পালন করছেন। মজার ব্যাপার হল স্বামী হত্যার ঘটনায় জড়িত দুই নারীও উপবাস পালন করছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2022 12:17 PM IST