মুম্বইয়ে ভেঙে পড়ল ৫ তলা বিল্ডিং, বাড়ছে মৃত্যু, স্তূপের নীচে ৪০ জনের বেশি আটকে থাকার আশঙ্কা
Last Updated:
স্থানীয় সূত্রের খবর, বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ডংরিতে একটি ৫ তলা বিল্ডিং৷ তান্ডেল স্ট্রিটের ওই বিল্ডিংটির নাম আব্দুল হামিদ দারগা৷ কম করে ৪০ থেকে ৫০ জন স্তূপের নীচে আটকে রয়েছে বলে দাবি স্থানীয়দের৷
#মুম্বই: ৫ তলা বিল্ডিং ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে৷ মঙ্গলবার সকালে মুম্বইয়ের ডংরিতে ভেঙে পড়ে একটি বিল্ডিং৷ ভগ্নস্তূপের নীচে ৫০ জনের বেশি আটকে থাকার আশঙ্কা রয়েছে৷ এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল৷
#NewsAlert - Tragedy in Mumbai’s Dongri area. A portion of building collapses in Dongri. 40-50 people feared trapped under debris. @NDRFHQ teams at the spot. #MumbaiCrumbling pic.twitter.com/qipt8RjCEd
— News18 (@CNNnews18) July 16, 2019
মৃতের নাম আব্দুল সাত্তার কালু সায়েক (৪৫)৷ আরেক মহিলারও দেহ উদ্ধার হয়েছে, নাম জানা যায়নি৷ এক শিশু-সহ ৩ জনকে জীবীত অবস্থায় উদ্ধার করা গিয়েছে৷
advertisement
advertisement
#NewsAlert -- Tragedy in Mumbai’s Dongri area. A portion of building collapses in Dongri. 40-50 people feared trapped under debris. Incident took place at 11 am. NDRF teams rushed to the spot in Mumbai. #MumbaiCrumbling pic.twitter.com/daKTGSXZUp
— News18 (@CNNnews18) July 16, 2019
advertisement
স্থানীয় সূত্রের খবর, বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ডংরিতে একটি ৫ তলা বিল্ডিং৷ তান্ডেল স্ট্রিটের ওই বিল্ডিংটির নাম আব্দুল হামিদ দারগা৷ কম করে ৪০ থেকে ৫০ জন স্তূপের নীচে আটকে রয়েছে বলে দাবি স্থানীয়দের৷ ওয়ার্ড স্টাফ, অ্যাম্বুল্যান্স রয়েছে ঘটনাস্থলে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2019 12:45 PM IST