আবারও ফিরছে মাস্ক, সোশ্যাল ডিস্টান্সিং! একের পর এক বৈঠকে বাড়ছে জল্পনা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
যে ভ্যারিয়্যান্টগুলির জন্য চিনে করোনার বাড়বাড়ন্ত, ইতিমধ্যেই ভারতে তার একটির সন্ধান মিলেছে। ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন, গুজরাত, ওড়িশার বাসিন্দা।
#নয়াদিল্লি: আবারও ফিরছে মাস্ক। আবারও প্রতিটা বিমানবন্দরে নতুন করে শুরু হয়েছে নজরদারি। তবে কি আবারও ফিরছে সেই লকডাউনের দিনগুলো? আবারও সেই শুনশান রাস্তাঘাট, ওয়ার্ক ফ্রম হোম! চিন, আমেরিকা, কোরিয়া, জাপানে নতুন করে করোনার বড়বাড়ন্তে চিন্তায় সাধারণ মানুষ।
গত বুধবারই দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৃহস্পতিবার সংসদে দেশের করোনা পরিস্থিতি এবং করোনা মোকাবিলায় কেন্দ্রের প্রস্তুতি সম্পর্কে বিবৃতিও দেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই করোনা সংক্রমণ রোধে প্রতি রাজ্যকেই নির্দিষ্ট গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। পর্যাপ্ত ওষুধ এবং টিকাও মজুত রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন। এ ছাড়া, বাজার, ভিড় বাস, ট্রেন, অনুষ্ঠানবাড়ি কিংবা জমায়েতে মাস্ক পরার পরামর্শও দেন মন্ত্রী।
advertisement
আরও পড়ুন: গরমের ছুটি ১০ দিন! পুজোয় কত? ২০২৩ সালে রাজ্যে কবে কবে স্কুলে ছুটি? দেখুন সম্পূর্ণ তালিকা
বুধবার বৈঠক শেষে মাণ্ডব্য ট্যুইট করেন, 'করোনা এখনও চলে যায়নি। আমি ইতিমধ্যেই সব ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছি। মাস্ক পরতে শুরু করে দিন।' একই কথা বলেছেন নীতি আয়োগের সদস্য ভি কে পালও। তাঁর পরাপর্শ, যে কোনও ভিড় জায়গায় গেলে অবশ্যই মাস্ক পরুন।
advertisement
advertisement
যে ভ্যারিয়্যান্টগুলির জন্য চিনে করোনার বাড়বাড়ন্ত, ইতিমধ্যেই ভারতে তার একটির সন্ধান মিলেছে। ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন, গুজরাত, ওড়িশার বাসিন্দা। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ওমিক্রনের এই BF.7 ভ্যারিয়্যান্টটি অত্যন্ত সংক্রামক। একজন আক্রান্ত ব্যক্তির থেকে অন্তত ১২-১৫ জন পর্যন্ত আক্রান্ত হতে পারেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন: শুক্রবার থেকেই আবহাওয়া বদল বাংলায়, ২৫ ডিসেম্বরের জন্য বড় পূর্বাভাস হাওয়া অফিসের
advertisement
এ বিষয়ে চিকিৎসক রণদীপ গুলেরিয়ার মন্তব্য, "অকারণ আতঙ্কিত হওয়ার দরকার নেই। শুধু সাবধান থাকুন।" আবারও কোভিড বিধি মেনে চলার সময় এসে গিয়েছে বলে জানিয়েছেন গুলেরিয়া। তাঁর পরামর্শ, বিয়েরবাড়ি হোক, কী পার্টি, অথবা রোজের বাজার, যেখানেই মানুষজনের ভিড় বেশি, সেখানেই মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।
দেশের করোনা পরিস্থিতির হাল হকিকত জানতে বৃহস্পতিবার বিকেলেই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সংসদের অধিবেশনেও তাঁকে মাস্ক পরেই যেতে দেখা গিয়েছে। শুধু মোদিই নন, এদিন মাস্ক ছাড়া সংসদ চত্বরে প্রবেশ করার উপরেই নিষেধাজ্ঞা চালু করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশদ্বারেই সাংসদদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় বলে সূত্রের খবর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2022 7:34 PM IST