Anurag Thakur Vs Rahul Gandhi: 'নোংরা রাজনীতি...', নাম না করে সংসদে রাহুলকে 'জাত' কটাক্ষে অনুরাগকে কী বললেন প্রধানমন্ত্রী? ভাইরাল পোস্ট

Last Updated:

Anurag Thakur Vs Rahul Gandhi: সংসদে জাতগণনা নিয়ে জোর বাদানুবাদ, কটাক্ষ অনুরাগ ঠাকুর ও রাহুল গান্ধির। শোরগোল দেশজুড়ে। এরই মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

জাতগণনার দাবি নিয়ে সম্মুখসমরে বিজেপি ও ইন্ডিয়া জোট
জাতগণনার দাবি নিয়ে সম্মুখসমরে বিজেপি ও ইন্ডিয়া জোট
নয়াদিল্লি: জাতগণনার দাবি নিয়ে সম্মুখসমরে বিজেপি ও ইন্ডিয়া জোট। সংসদে জোর বাদানুবাদ, কটাক্ষ। শোরগোল দেশজুড়ে। এরই মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দলের সাংসদ অনুরাগ ঠাকুরের পিঠ চাপড়ে মোদি এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। একইসঙ্গে ইন্ডিয়া জোটের জাতগণনার দাবিকে ‘নোংরা রাজনীতি’ বলেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী।
advertisement
মঙ্গলবার সংসদ কক্ষে রাহুল গান্ধিকে নাম না করে কটাক্ষ করেছিলেন অনুরাগ ঠাকুর। সেই ‘কটাক্ষ’কে ভরপুর সমর্থন দিয়েছেন মোদি। এক্স হ্যান্ডেলে সংসদে তর্কবিতর্কের ভিডিও পোস্ট করে অনুরাগ ঠাকুরকে বাহবা দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমার যুবা ও কর্মশক্তিতে ভরপুর সহকর্মী অনুরাগ ঠাকুরের বক্তব্য শোনা উচিত সকলের। মজার ছলে আসল তথ্য রয়েছে তাতে। ইন্ডিয়া জোটের নোংরা রাজনীতির সামনে আয়না ধরেছে এই ভাষণ।’
advertisement
আরও পড়ুন: অলকা ৩৫ বছর স্বামীর থেকে আলাদা, কখনও শানু-কখনও উদিত! গায়িকার প্রেমজীবন চরম গোপনে রাখা
জাতগণনা ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরে মঙ্গলবার উত্তাল হয় লোকসভা। এদিন নাম না করে অনুরাগকে বলতে শোনা যায়, ‘যাঁর জাত জানা নেই, তিনিই জাতগণনার কথা বলছেন!’ অনুরাগের মন্তব্য নিয়ে গোটা বিরোধী শিবির প্রতিবাদ জানায়। রাহুল নিজে উঠে বলেন, ‘এ দেশে বঞ্চিত, গরিবের জন্য যে মুখ খুলেছে, তাকে গালিগালাজ শুনতে হয়েছে। আপনারা আমায় যত অপমান করুন, আমি ক্ষমা চাইতে বলব না। কিন্তু এই সংসদে জাতগণনা পাশ করিয়ে ছাড়ব।’
advertisement
অনুরাগ ব্যাখ্যা দেন, তিনি কারও নাম বলেননি। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব অনুরাগকে প্রশ্ন করেন, ‘আপনি কারও জাত কী, তা নিয়ে কী ভাবে প্রশ্ন তুলতে পারেন?’ এ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা পরে নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে বলেন, ‘আর্থ-সামাজিক জাতগণনা দেশের ৮০ শতাংশের দাবি। সংসদে কি দেশের ৮০ শতাংশ মানুষকে গালিগালাজ করা হবে? নরেন্দ্র মোদি স্পষ্ট করুন, তাঁর নির্দেশে এ সব হয়েছে কি না?’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anurag Thakur Vs Rahul Gandhi: 'নোংরা রাজনীতি...', নাম না করে সংসদে রাহুলকে 'জাত' কটাক্ষে অনুরাগকে কী বললেন প্রধানমন্ত্রী? ভাইরাল পোস্ট
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement