দিল্লি: অনুব্রত মণ্ডলকে ১০ মার্চ পর্যন্ত তিন দিনের জন্য নিজেদের হেফাজতে পেল ইডি৷ রাত দেড়টা পর্যন্ত নিজের বাস ভবনে শুনানির পর এই নির্দেশ দিলেন রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রাকেশ কুমার৷ প্রথমে ভার্চুয়াল শুনানির জন্য পেশ করলেও বিচারকের নির্দেশ পেয়ে মঙ্গলবার রাত প্রায় ১টা নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লির অশোক বিহারে বিচারক রাকেশ কুমারের বাড়িতে নিয়ে পৌঁছয় ইডি৷
আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ভোরে অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বের করা হয়৷ প্রথমে অনুব্রত মণ্ডলকে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসে পুলিশ৷ এর পর তাঁকে পরীক্ষার পর দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র দেন চিকিৎসকরা৷ জোকার হাসপাতাল থেকেই অনুব্রতকে নিজেদের হেফাজতে নেয় ইডি৷
আরও পড়ুন: সাংসদ হয়েও দিল্লি যেতে চাননি, বন্দি হিসেবেই রাজধানীতে পা পড়ল অনুব্রতর
রাত ৯টা নাগাদ বিমানে দিল্লি পৌঁছন অনুব্রত৷ এর পরেই নাটকের সূত্রপাত৷ হোলির ছুটির জন্য মঙ্গলবার বিকেলের পর বন্ধ হয়ে যায় আদালত৷ বুধবারও হোলির জন্য বন্ধ থাকবে আদালত৷ ফলে ভার্চুয়ালি অনুব্রতকে রাউস অ্যাভিনিউ আদালতের অবসরকালীন বিচারক রাকেশ কুমারের সামনে পেশ করে ইডি৷
ভার্চুয়াল শুনানি শুরু হতেই ইডি-র পক্ষ থেকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে আবেদন জানান ইডি-র আইনজীবী৷ কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবী মুদিত জৈন যুক্তি দেন, প্রথম বার হাজিরা সবসময় সশরীরেই করাতে হয়৷ এই নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও তুলে ধরেন তিনি৷ যদিও ইডি-র পক্ষ থেকে শেষ চেষ্টা করে বলা হয়, যাতে অন্তত ৯ মার্চ পর্যন্ত অনুব্রতকে তাদের হেফাজতে দেওয়া হয়৷ ওই দিন আদালত খুললে অনুব্রতকে সশরীরে পেশ করা হবে বলে জানান ইডি-র আইনজীবী৷ অনুব্রত মণ্ডলের আইনজীবী অবশ্য ইডি হেফাজতের বদলে অনুব্রতকে জেল হেফাজতে পাঠানোর পক্ষেই সওয়াল করেন৷ দিল্লি বিমানবন্দরে নামার পর অনুব্রতকে প্রথমে হাসপাতালে না গিয়ে কেন ইডি দফতরে নিয়ে যাওয়া হল, সেই প্রশ্নও তোলেন ইডি-র আইনজীবী।
দু' পক্ষের বক্তব্য শোনার পর মিনিট পাঁচেকের বিরতি নেন বিচারক রাকেশ কুমার৷ এর পরই ফের শুনানিতে ফিরে এসে অনুব্রত মণ্ডলকে সশরীরে তাঁর বাসভবনে নিয়ে আসার জন্য ইডি-কে নির্দেশ দেন বিচারক৷ সেই মতো অনুব্রত মণ্ডল এবং ইডি-র আইনজীবী ও কর্তারা বিচারকের বাড়িতে পৌঁছন৷ মঙ্গলবার রাত ১২টার পর ইডি-র সদর দফতর থেকে বের করে অনুব্রত মণ্ডলকে বিচারক রাকেশ কুমারের অশোক বিহারের ফেজ থ্রি-র বাসভবনে পৌঁছন ইডি কর্তারা৷ সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে শুনানি। আগামী ১০ মার্চ আদালত খুললে বিচারক রঘুবীর সিংয়ের আদালতে ফের অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে৷ কারণ ওই বিচারকের এজলাসেই অনুব্রত মণ্ডলের মামলাটির শুনানি চলছিল৷
বিচারকের বাড়িতে শুনানির সময়ও অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে চায় ইডি৷ যদিও তাঁর বিরোধিতা করেন অনুব্রতর আইনজীবী৷ দিল্লিতে অনুব্রতর মেডিক্যাল টেস্ট যথাযথ ভাবে হয়নি বলেও অভিযোগ করেন তাঁর আইনজীবী৷ অনুব্রতর আইনজীবী আরও জানান, তৃণমূল নেতাকে জেরার সময় তাঁর আইনজীবীরা ইডি দফতরে উপস্থিত থাকতে পারবেন৷ প্রতিদিন তাঁর মেডিক্যালও করাতে হবে৷ আধ ঘণ্টার জন্য একান্তে অনুব্রতর সঙ্গে দেখাও করতে পারবেন তাঁর আইনজীবীরা৷ শুনানি শেষে অনুব্রত মণ্ডলকে ফের ইডির সদর দফতরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal, Delhi