ভোটব্যাঙ্ক বাঁচাতে ব্যস্ত বিরোধীরা, দেশের কাজে ব্যস্ত আমি: মোদি

Last Updated:
#সুরাট: একদিকে যেখানে কলকাতায় ব্রিগেড গমগম করছে মোদি বিরোধী স্লোগানে ৷ উপস্থিত হয়েছেন দেশের প্রাক্তন ও বর্তমান প্রথম সারির রাজনৈতিক দলের নবীন এবং প্রবীণ প্রতিনিধিরা ৷ কলকাতার ব্রিগেডের মঞ্চ থেকে শ্লোগান উঠেছে, ‘মোদি হঠাও, দেশ বাঁচাও স্লোগান ৷’ কলকাতায় ব্রিগেডে যখন তাঁর বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন রাজ্যের নেতারা, ঠিক সেই সময়ই কলকাতা থেকে সুদুর ২,০১৯ কিমি দূরে সুরাটের লারসেন অ্যান্ড টুবরো-র একটি ইউনিট উদ্বোধনে গিয়ে K9 Vajra 155mm সেল্ফ প্রপেলড ট্যাঙ্কে উঠে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
তবে, সুরাটে দলীয় কাজে ব্যস্ত থাকলেও কলকাতা ব্রিগেডের খবর নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সিলভাসাতে একটি জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন মোদি ৷ তিনি বলেন, ‘‘বিরোধী দলের নেতা এবং মোদির মধ্যে অনেক পার্থক্য রয়েছে ৷ কারণ রাজনীতির ভোটব্যাঙ্ক বাঁচাতে যখন তৎপর বিরোধী দলগুলি তখন দেশের বিভিন্ন কাজে ব্যস্ত তিনি ৷’’
advertisement
একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাল্টা একহাত নিলেন বিরোধীদের ৷ তাঁর দাবি, ‘‘বিরোধীদের মহাজোট আসলে আমার বিরুদ্ধে নয়, সমগ্র দেশবাসীর বিরুদ্ধে ৷ সবাই আসলে জোটবদ্ধ হতে আসেননি ৷ এসেছেন নিজেদের ক্ষমতার অপব্যবহার করতে ৷’’
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটব্যাঙ্ক বাঁচাতে ব্যস্ত বিরোধীরা, দেশের কাজে ব্যস্ত আমি: মোদি
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement