বিক্ষোভ সমাবেশে নমাজ থামিয়ে শবরীমালা মন্দিরে ভক্তদের যাওয়া পথ করে দিলেন মুসলিমরা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে৷ দেখা যাচ্ছে, মুসলিম বিক্ষোভকারীরা সন্ধ্যায় বিক্ষোভ অবস্থান চলাকালীনই নমাজ পড়ছিলেন৷
#চেন্নাই: প্রতিদি, প্রতি মুহূর্তে হিংসার খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে৷ জ্বলছে দেশের একাংশ৷ এ হেন পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশই হয়ে উঠল সাম্প্রদায়িক সম্প্রীতির নজির৷ ঘটনাস্থল তামিলনাড়ুর কোয়েম্বাটুর৷ ভগবান আয়াপ্পার শবরীমালা মন্দিরে যাতে ভক্তরা নির্বিঘ্নে যেতে পারেন, তার জন্য মুসলিম বিক্ষোভকারীরা নমাজ পড়া বন্ধ করে রাস্তা করে দিলেন৷
সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে৷ দেখা যাচ্ছে, মুসলিম বিক্ষোভকারীরা সন্ধ্যায় বিক্ষোভ অবস্থান চলাকালীনই নমাজ পড়ছিলেন৷ ৪ জন আয়াপ্পা ভক্ত ওই ভিড়ের মধ্যে দিয়ে 'ইড়ুমুড়ি' নিয়ে যাচ্ছিলেন৷ নমাজের ভিড়ে তাঁদের যেতে অসুবিধা হচ্ছিল৷ কোয়েম্বাটুরে অল জামাত অ্যান্ড ইসলাম অর্গানাইজেশনের ওি সমাবেশে ১৫ হাজার মানুষ ছিলেন৷ পল্লাকাড়-পোল্লাচি রাস্তায় চলছিল বিক্ষোভ৷ সন্ধেয় সূর্য ডোবার পরেই বিক্ষোভকারীরা নমাজ পড়া শুরু করেন৷ আটকে পড়েন আয়াপ্পা ভক্তরা৷ তাঁরা অপেক্ষা করছিলেন, যাওয়ার জন্য৷
advertisement
আয়াপ্পা ভক্তদের দেখেই নমাজ থামিয়ে দেন বিক্ষোভকারীরা৷ উটে দাঁড়ান সকলে৷ ৪ আয়াপ্পা ভক্ত যাদে নির্বিঘ্নে শবরীমালা মন্দিরে যেতে পারেন, তার জন্য ব্যবস্থা করে দেন তাঁরা৷ সিএএ-র প্রতিবাদে গোটা তামিলনাড়ুতেই বিক্ষোভ চলছে৷
advertisement
উত্তরপ্রদেশ এখনও জ্বলছে৷ দিল্লিতেও বিক্ষোভ চলছে৷ উত্তরপ্রদেশে ৭০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সাড়ে ৪ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে৷ ২৬০ পুলিশকর্মী আহত৷ ৫৭ জন গুলিবিদ্ধ, তাঁদের চিকিত্সা চলছে৷ ১৬ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে৷ এ হেন পরিস্থিতিতে মন ভালো করা সম্প্রীতির নজির দেখালেন কোয়েম্বাটুরের মুসলিমরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2019 12:25 PM IST