Home /News /national /
বিক্ষোভ সমাবেশে নমাজ থামিয়ে শবরীমালা মন্দিরে ভক্তদের যাওয়া পথ করে দিলেন মুসলিমরা

বিক্ষোভ সমাবেশে নমাজ থামিয়ে শবরীমালা মন্দিরে ভক্তদের যাওয়া পথ করে দিলেন মুসলিমরা

নমাজের ছবিটি প্রতীকী

নমাজের ছবিটি প্রতীকী

ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে৷ দেখা যাচ্ছে, মুসলিম বিক্ষোভকারীরা সন্ধ্যায় বিক্ষোভ অবস্থান চলাকালীনই নমাজ পড়ছিলেন৷

 • Share this:

  #চেন্নাই: প্রতিদি, প্রতি মুহূর্তে হিংসার খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে৷ জ্বলছে দেশের একাংশ৷ এ হেন পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশই হয়ে উঠল সাম্প্রদায়িক সম্প্রীতির নজির৷ ঘটনাস্থল তামিলনাড়ুর কোয়েম্বাটুর৷ ভগবান আয়াপ্পার শবরীমালা মন্দিরে যাতে ভক্তরা নির্বিঘ্নে যেতে পারেন, তার জন্য মুসলিম বিক্ষোভকারীরা নমাজ পড়া বন্ধ করে রাস্তা করে দিলেন৷

  সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে৷ দেখা যাচ্ছে, মুসলিম বিক্ষোভকারীরা সন্ধ্যায় বিক্ষোভ অবস্থান চলাকালীনই নমাজ পড়ছিলেন৷ ৪ জন আয়াপ্পা ভক্ত ওই ভিড়ের মধ্যে দিয়ে 'ইড়ুমুড়ি' নিয়ে যাচ্ছিলেন৷ নমাজের ভিড়ে তাঁদের যেতে অসুবিধা হচ্ছিল৷ কোয়েম্বাটুরে অল জামাত অ্যান্ড ইসলাম অর্গানাইজেশনের ওি সমাবেশে ১৫ হাজার মানুষ ছিলেন৷ পল্লাকাড়-পোল্লাচি রাস্তায় চলছিল বিক্ষোভ৷ সন্ধেয় সূর্য ডোবার পরেই বিক্ষোভকারীরা নমাজ পড়া শুরু করেন৷ আটকে পড়েন আয়াপ্পা ভক্তরা৷ তাঁরা অপেক্ষা করছিলেন, যাওয়ার জন্য৷

  আয়াপ্পা ভক্তদের দেখেই নমাজ থামিয়ে দেন বিক্ষোভকারীরা৷ উটে দাঁড়ান সকলে৷ ৪ আয়াপ্পা ভক্ত যাদে নির্বিঘ্নে শবরীমালা মন্দিরে যেতে পারেন, তার জন্য ব্যবস্থা করে দেন তাঁরা৷ সিএএ-র প্রতিবাদে গোটা তামিলনাড়ুতেই বিক্ষোভ চলছে৷

  উত্তরপ্রদেশ এখনও জ্বলছে৷ দিল্লিতেও বিক্ষোভ চলছে৷ উত্তরপ্রদেশে ৭০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সাড়ে ৪ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে৷ ২৬০ পুলিশকর্মী আহত৷ ৫৭ জন গুলিবিদ্ধ, তাঁদের চিকিত্‍সা চলছে৷ ১৬ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে৷ এ হেন পরিস্থিতিতে মন ভালো করা সম্প্রীতির নজির দেখালেন কোয়েম্বাটুরের মুসলিমরা৷

  Published by:Arindam Gupta
  First published:

  Tags: CAA protest, Sabarimala temple, Tamil Nadu

  পরবর্তী খবর