PNB-র পর এবার ৮০০ কোটি টাকা নিয়ে পলাতক রোটোম্যাক পেন কোম্পানির মালিক
Last Updated:
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জালিয়াতির রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও কয়েকশো কোটি টাকার জালিয়াতি ৷
#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জালিয়াতির রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও কয়েকশো কোটি টাকার জালিয়াতি ৷ বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে বেপাত্তা রোটোম্যাক পেন কোম্পানির মালিক ৷
সূত্রের খবর, রোটোম্যাক পেন কোম্পানির মালিক বিক্রম কোঠারি পাঁচটি সরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ৮০০ কোটি টাকার বেশি লোন নিয়েছিলেন ৷ এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের নিয়ম অনেকটাই শিথিল করে ঋণ দিয়েছিল বিক্রম কোঠারিকে ৷
ইউনিয়ন ব্যাঙ্ক থেকে ৪৮৫ কোটি ও এলাহাবাদ থেকে ৩৫২ কোটি ঋণ নিয়েছিলেন কোঠারি ৷ কিন্তু একবছর পরও ঋণের আসল ও সুদ কোনওটাই দেননি কোঠারি ৷ বেশ কয়েকদিন ধরেই কানপুরে তার অফিস তালাবন্ধ অবস্থায় রয়েছেন ৷
advertisement
advertisement
এলাহাবাদ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে তারা কোঠারির সম্পত্তি বিক্রি করে টাকাটা তুলে নেবে বলে আশা করছেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2018 5:18 PM IST