বাগনান কাণ্ডে পুলিশের জালে আরও এক, এবার গ্রেফতার প্রকাশ কুমারের বড় ভাই

Last Updated:

মৃত ইউটিউবার রিয়া কুমারীর পরিবারের তরফ থেকে বাগনান থানায় মোট চারজনের নামে অভিযোগ করা হয়।

#বাগনান: বাগনান কাণ্ডে গ্রেফতার আরও এক৷ এবার প্রকাশ কুমারের বড় ভাই সন্দীপ কুমারকে গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। মৃত ইউটিউবার রিয়া কুমারীর পরিবারের তরফ থেকে বাগনান থানায় মোট চারজনের নামে অভিযোগ করা হয়। বুধবার থেকেই দফায় দফায় জেরা করা হয় ওই ইউটিউবারের স্বামীকে। তাঁর বয়ানে ছিল একাধিক অসঙ্গতি। বৃহস্পতিবার অবশেষে গ্রেফতার হন তিনি৷ এরপর শুক্রবার গ্রেফতার আরও এক৷
বাগনানে ঝাড়খণ্ডের বাসিন্দা এক তরুণীর খুনের ঘটনায় রহস্য় ক্রমশ গাঢ় হচ্ছে নিহত তরুণী ঝাড়খণ্ডের জনপ্রিয় ইউটিউব অভিনেত্রী ছিলেন। ঈশা আলিয়া নামে ইউটিউবে একাধিক মিউজিক অ্য়ালবামে অভিনয় করেছেন। তাঁর স্বামী প্রকাশ কুমারও ইউটিউবের পরিচিত মুখ। দু' জনে ইউটিউবের ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। প্রকাশ কুমারের দাবি অনুযায়ী, রাঁচি থেকে কলকাতা আসার পথে বুধবার সকালে হাওড়ার বাগনানে জাতীয় সড়কের উপরে গাড়ি থামান তিনি। তখনই তাঁর উপরে চড়াও হয় তিন দুষ্কৃতী। ছিনতাইয়ে বাধা দিতে গেলে দুষ্কৃতীরা রিয়াকে লক্ষ্য় করে গুলি চালায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
এই বয়ানেই অসঙ্গতি পায় পুলিশ। সূত্রের খবর, প্রকাশ কুমারকে ঘটনাস্থলে নিয়ে গেলে ভিন্ন ভিন্ন বয়ান দেয় সে। প্রথমে সে দাবি করে গাড়ির বাইরে রিয়াকে গুলি করে দুষ্কৃতীরা। পরে আবার দাবি করে গাড়ির ভিতরে রিয়াকে গুলি করা হয়েছে। পুলিশের দাবি, প্রকাশ কুমার গুলি চলার কথা বললেও ঘটনাস্থলে রক্তের কোনও দাগ পাওয়া যায়নি। আবার গাড়ির ভিতরেও গুলির খোল অথবা রক্তের দাগ ছিল না।সংবাদমাধ্য়মের সামনে অবশ্য় প্রকাশ কুমার দাবি করেছেন, স্ত্রীর সঙ্গে কারও শত্রুতা থাকলেও থাকতে পারে। গতকাল রাতে স্ত্রীর মোবাইলে বাংলায় মেসেজ এসেছিল বলেও দাবি করেছে মৃতার স্বামী। প্রকাশ কুমার জানিয়েছেন, পোশাক কেনার জন্য়ই রাঁচি থেকে কলকাতায় আসছিলেন তাঁরা। এ দিন ভোর ছ'টা নাগাদ বাগনানের কাছে গাড়ি থামিয়ে শৌচকর্ম করতে যান তিনি। প্রকাশ কুমারের বয়ান অনুযায়ী, ঘটনার সময় আশেপাশে কেউ ছিলেন না। শুধু গাড়িতে তাঁদের আড়াই বছরের কন্য়াসন্তান ছিল। পুলিশের সন্দেহ, সকালে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে পথচলতি মানুষ ঘটনাটি দেখতে পেলেন না কেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাগনান কাণ্ডে পুলিশের জালে আরও এক, এবার গ্রেফতার প্রকাশ কুমারের বড় ভাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement