Instagram: ধারাল ব্লেড দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী! ইনস্টাগ্রামে রিল দেখার এ-ই শাস্তি...কী ছিল সেখানে!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আনন্দকে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যান তাঁর পরিচিতেরা৷ সেখান থেকে তাঁকে বিজয়ওয়াড়া জিজিএইচ এ ভর্তি করানো হয়৷ সেখানেই আনন্দের চিকিৎসা চলছে৷
অন্ধ্রপ্রদেশ: যত দোষ সোশ্যাল মিডিয়ার৷ প্রথমে কথা কাটাকাটি, সেখান থেকে ঝগড়া৷ হঠাৎই ব্লেড দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে দিলেন স্ত্রী৷ রক্তারক্তি কাণ্ড৷ অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলায় নৃশংস ঘটনার চরম শোরগোল৷
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আক্রান্ত ব্যক্তির নাম কোটা আনন্দ বাবু (২৬)৷ বছর ছ’য়ের আগে তিনি প্রথমবার বিয়ে করেন৷ তবে ঘন ঘন ঝাগড়া, বচসা, ঝামেলার জন্য আনন্দের সেই বিয়ে বেশিদিন টেকেনি৷ দ্রুতই তারা আলাদা থাকতে শুরু করে৷ পরে দু’জনের ডিভোর্সও হয়ে যায়৷
প্রথম বিয়ের ২ বছর পরে আনন্দের জীবনে আসেন বারাম্মা নামের এক তরুণী৷ ক্রমেই সেই প্রেম বিয়েতে পরিণতি পায়৷ প্রায় চার বছর ধরে বছর ছাব্বিশের আনন্দের সঙ্গে সংসার করছিলেন বছর পঁচিশের বরাম্মা৷
advertisement
advertisement
আরও পড়ুন: ভরা বর্ষায়, আহ্! কিন্তু কাদের ইলিশের ডিম জন্য চূড়ান্ত বিষ? সেটা কি জানেন..
আনন্দ এবং বরাম্মা দু’জনের দিনমজুরি করে জীবন পালন করেন৷ কাজের সূত্রে এনটিআর জেলার নন্দীগামাতে থাকতেন৷
বেশ ভালই চলছিল৷ সমস্যা বাঁধে গত শনিবার৷ ওই দিন ইনস্টাগ্রামে নিজের প্রাক্তন স্ত্রীয়ের রিল দেখছিলেন আনন্দ৷ সেই সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন তাঁর বর্তমান স্ত্রী৷
advertisement
ব্যস! সেই থেকেই শুরু ঝগড়াঝাটি৷ এক সময়ে একে অপরকে মারধরও করতে শুরু করে দু’জন৷ অভিযোগ, এর মাঝেই ব্লেড নিয়ে আনন্দের উপরে চড়াও হয় বরাম্মা৷ কেটে দেয় তাঁর যৌনাঙ্গ৷ সঙ্গে সঙ্গে রক্তে ভাসতে শুরু করে গোটা ঘর, মেঝে৷
আরও পড়ুন: নেতাজির জন্য নিজের স্বামীর পেটেই ছুরি গেঁথেছিলেন! দেশের প্রথম মহিলা গুপ্তচর.. চেনেন এই মহিয়সী নারীকে
আনন্দকে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যান তাঁর পরিচিতেরা৷ সেখান থেকে তাঁকে বিজয়ওয়াড়া জিজিএইচ এ ভর্তি করানো হয়৷ সেখানেই আনন্দের চিকিৎসা চলছে৷
advertisement
গত জুন মাসেই উত্তরপ্রদেশের কানপুরের এক মহিলা স্বামীর ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর যৌনাঙ্গ কেটে দিয়েছিল৷ বেশ কয়েকদিন ধরেই ঝগড়া চলছিল দু’জনের মধ্যে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Andhra Pradesh
First Published :
July 23, 2023 5:05 PM IST