কেন্দ্রীয় মন্ত্রীকে ফোনে প্রাণনাশের হুমকি
Last Updated:
কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে রবিবার থেকে বেশ কয়েকবার ফোনে প্রাণ নাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করে তাঁর আপ্ত সহায়ক সিরসির নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন ৷
#নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে রবিবার গভীর রাতে তাঁর ল্যান্ড ফোনে প্রাণ নাশের হুমকি পেয়েছেন, হুমকির প্রেক্ষিতেই সিরশির নিউ মার্কেট থানায় অভিযোগ করেন তাঁর সহকারী সুরেশ গোবিন্দ শেট্টি ৷
আরও পড়ুন : যাত্রীবাহী বিমানের জানলা ভেঙে আহত ৩ যাত্রী
অভিযোগ পেয়ে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৭ ধারায় মামলা দায়ের করেছে ৷
advertisement
পুলিশ তদন্তে নেমে খতিয়ে দেখছে কোন ফোন নম্বর থেকে কতবার হুমকির ফোন এসেছে ? হুমকির অডিও ইতিমধ্য়েই সার্ভিস প্রভাইডারের কাছে চেয়ে পাঠানো হয়েছে ৷ এর পেছনে কোনও ষড়যন্ত্র আছে কি না সেটাও দেখা হচ্ছে ৷
advertisement
জানা গেছে প্রথমে রবিবার গভীর রাতে মন্ত্রীর মোবাইল ফোনে ফোন আসে সেখানে কোনও উত্তর না পেয়ে দুষ্কৃতিরা ল্যান্ড ফোনে ফোন করেন ৷ প্রথমে তাঁর স্ত্রী ফোন ধরেন ৷ হিন্দি ভাসি কেউ ফোন করেছিলেন বলে জানা গেছে ৷ পরিচয় জানতে চাওয়াতেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হয় ৷ পরে আবার ফোন করে দুষ্কৃতীরা তাঁর মাথা কুচিকুচি করে দেওয়ার হুমকি দেন ৷
advertisement
এর আগে ১৮ এপ্রিল রাত ১১:৩০ নাগাদ কর্ণাটকের হাভেরিতে হেগড়ের কনভয় উদ্দেশ্যে করে একটি ট্রাক প্রবল গতিবেগে আসে তাঁর কনভয়ে ধাক্কা মারতে ৷
আরও পড়ুন : পকসো আইনে নাবালিকা ধর্ষণের চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ডে বিশ্বাসী নয় সিপিএম, দাবি বৃন্দা কারাতের
advertisement
অনন্ত কুমার দাবি করেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ঘটনাটি ঘটানো হয়েছিল ৷ হালাগেরির জাতীয় সড়কের কাছে উল্লিখিত ট্রাক তাঁর গাড়িকে ধাক্কা মারার চেষ্টা করে ৷ মন্ত্রীর গাড়ির গতিবেগে থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 23, 2018 3:34 PM IST