Anant & Radhika Pre Wedding Bash: অনন্ত-রাধিকার প্রাক বিবাহে আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধনে মণীশ মালহোত্রার ডিজাইনে অম্বানি পরিবারের কে কী পরলেন দেখুন

Last Updated:

Anant & Radhika Pre Wedding Bash: আকর্ষণের কেন্দ্রে ছিল নৃত্য আর সঙ্গীত। আম্বানি পরিবারের পাশাপাশি বলিউড সেলেব্রিটিদের পারফরম্যান্সে মুগ্ধ অতিথিরা।

নীতা আম্বানি, মুকেশ আম্বানি, ইশা আম্বানি, শ্লোকা আম্বানি এবং রাধিকার পরনে ছিল বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার পোশাক
নীতা আম্বানি, মুকেশ আম্বানি, ইশা আম্বানি, শ্লোকা আম্বানি এবং রাধিকার পরনে ছিল বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার পোশাক
আকাশে বিরাজমান নক্ষত্ররাজি। আর মাটিতে তারকার মেলা। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয়দিনের নির্যাস এককথায় এটাই। তারকাখচিত সন্ধ্যার আকর্ষণের কেন্দ্রে ছিল নৃত্য আর সঙ্গীত। আম্বানি পরিবারের পাশাপাশি বলিউড সেলেব্রিটিদের পারফরম্যান্সে মুগ্ধ অতিথিরা।
নীতা আম্বানি, মুকেশ আম্বানি, ইশা আম্বানি, অনন্ত আম্বানি, শ্লোকা আম্বানি, এবং হবু পুত্রব্ধূ রাধিকা মার্চেন্টের পারফরম্যান্স তারিয়ে তারিয়ে উপভোগ করলেন আমন্ত্রিত অভ্যাগতরা। মঞ্চে তখন শৈলী আর আভিজাত্যের সিম্ফনি।
নীতা আম্বানি, মুকেশ আম্বানি, ইশা আম্বানি, শ্লোকা আম্বানি এবং রাধিকার পরনে ছিল বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার পোশাক। নিখুঁত সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ। আলোর মধ্যে ঝলমল করছে। ফুটে উঠছে ব্যক্তিত্ব। রাধিকা মার্চেন্ট এবং শ্লোকা আম্বানির সোনায় মোড়া লেহঙ্গা হোক কিংবা নীতা আম্বানির ঝলমলে শাড়ি। আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধনে চিরনতুন।
advertisement
advertisement
আরও পড়ুন : অনন্ত-রাধিকার জন্য প্রার্থনা; বিশ্বম্ভরী স্তুতির সঙ্গে নিজের নৃত্যশৈলীতে সকলকে মুগ্ধ করলেন নীতা আম্বানি
ইশা আম্বানির পরনে ছিল উজ্জ্বল লাল লেহঙ্গা। সাজিয়েছিলেন সেলেব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদাজানিয়া। জমকালো পোশাকে ফারের লাল কেপ আরও মোহময়ী করে তুলেছে। মা নীতা আম্বানি এবং স্বামী আনন্দ পিরামলের সঙ্গে মঞ্চে ওঠেন ইশা। তাঁদের পারফরম্যান্সও এককথায় অনবদ্য। তখন অবশ্য ইশার পরনে ছিল ঝকঝকে সিকুইন লেহঙ্গা সেট।
advertisement
advertisement
advertisement
অনন্ত এবং আকাশ পরেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। অনন্তর পরনে শোভা পেয়েছে কাস্টমাইজড স্লিক বুড্রোক্স শেরওয়ানি। রাজকীয়তার প্রতিমূর্তি যেন। ‘বনতারা’-র প্রতি অনন্তর ভালবাসা এবং অনুপ্রেরণায় শেরওয়ানিতে জঙ্গল মোটিফের সঙ্গে জটিল এমব্রয়ডারির কাজ ফুটিয়ে তুলেছেন মণীশ। অনন্তকে সাজিয়েছিলেন ফ্যাশন স্টাইলিস্ট শালিনা নাথানি।
advertisement
বলিউডের সেলেব্রিটি দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে জনপ্রিয় ‘কেশরিয়া’ গানে জমিয়ে নাচেন আকাশ আম্বানি এবং তাঁর স্ত্রী শ্লোকা আম্বানি। আকাশের পরনের নেভি ব্লু শেরওয়ানিতে চিকনকারি এমব্রয়ডারির কাজ।
মেলা রুজে ছিল ক্লাসিক হিন্দি গানের সঙ্গে আধুনিক জনপ্রিয় গানের মিশেল। পারফর্ম করেন শাহরুখ খান, সলমন খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, করিনা কাপুর খান, করিশ্মা কাপুররা। তাঁদের পরনেও ছিল মণীশ মালহোত্রার পোশাক।
বাংলা খবর/ খবর/দেশ/
Anant & Radhika Pre Wedding Bash: অনন্ত-রাধিকার প্রাক বিবাহে আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধনে মণীশ মালহোত্রার ডিজাইনে অম্বানি পরিবারের কে কী পরলেন দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement