Anant Ambani: 'পশু-পাখিকে ভালবাসুন!' জামনগরে মন ছুঁয়ে যাওয়া বার্তা জানালেন অনন্ত আম্বানি!

Last Updated:

Anant Ambani: জামনগর রিফাইনারির ২৫ বছর পূর্তি! অনন্ত আম্বানির বার্তায় শুধু মানুষের কথা না, উঠে এল জীবজন্তুকে ভালবাসার কথাও! জানুন

News18
News18
জামনগর: জামনগর রিফাইনারির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানির বার্তা ছুঁয়ে গেল সকলের মন! এদিন জামনগর রিফাইনারির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল! সেখানেই রিলায়েন্স পরিবার ও কর্মীদের জন্য বিশেষ বক্তব্য রাখেন অনন্ত আম্বানি! তাঁর বক্তব্যের মধ্যে ছিল মন ছুঁয়ে যাওয়া বার্তা! উঠে আসে “ভানতারা’র কথাও!
অনন্ত আম্বানি জানান, “আমার পূজনীয় প্রিয় দাদাজি শ্রী ধীরুভাই আম্বানি একটি স্বপ্ন দেখেছিলেন! তিনি এমন একটি রিফাইনারি তৈরি করতে চেয়েছিলেন যা সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ হোক! ২৫ বছর আগে দাদাজির জীবনকালেই আমার বাবা শ্রী মুকেশ ভাই আম্বানি সেই স্বপ্ন সত্যি করে দেখান! আজ আমি তাঁদের কাছে কৃতজ্ঞ! আমি এই দুই মহাপুরুষের কাছে কৃতজ্ঞ!” তিনি আরও বলেন, “আজকের এই বিশেষ দিনে আমি সংকল্প করছি, আমার বাবাকে কথা দিচ্ছি যে জামনগরের সঙ্গে জুড়ে থাকা সব স্বপ্নকে সত্যি করে দেখাব।”
advertisement
advertisement
তবে এখানেই শেষ নয়! অনন্ত আম্বানি জানান, ” যেভাবে আমার মা আমাকে পশু-পাখিকে ভালবাসতে শিখিয়েছে, তা আমি সারাজীবন পালন করব। “ভানতারা” থেকে অনুপ্রাণীত হয়ে আপনারাও জীবজন্তুদের ভালবাসুন, এটাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ!” অনন্ত আরও বলেন, “ভানতারা” এ কথা প্রমাণ করে দিয়েছে যে রিলায়েন্স যতটা মানুষের যত্ন নেয়, ঠিক ততটাই জীবজন্তুদের প্রতিও যত্নশীল! ‘ভানতারা’ রিলায়েন্সের ভি কেয়ার ফিলোজফির জীবন্ত প্রমাণ! আমি বিশ্বাস করি আজ থেকে আরও ২৫ বছর পর স্বাধীন ভারতে জামনগরের গরিমা ও গর্বকে আমরা সবাই মিলে আকাশের উচ্চতায় নিয়ে যাব!” তাঁর এই বার্তা সকলের মন ছুঁয়ে যায়!
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani: 'পশু-পাখিকে ভালবাসুন!' জামনগরে মন ছুঁয়ে যাওয়া বার্তা জানালেন অনন্ত আম্বানি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement